জানা গিয়েছে, দার্জিলিংয়ের সোনাদা এলাকায় গিয়েছিলেন হিমাদ্রি। ডিসেম্বর মাসে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই নিখোঁজ হওয়ার খবর আসে বাড়িতে৷ এখনও যার কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন: রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জট কাটল, যাদবপুরে চিরঞ্জীব-কলকাতায় আশুতোষ! বাকি আরও ৭
রবিবার রাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি পর্যবেক্ষক দল হিমাদ্রির পরিবারের সঙ্গে দেখা করেন। মাননীয় সাংসদ নিজেও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছেন।
advertisement
আরও পড়ুন: ফের কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, হাতে সময় ২ ঘণ্টা! জারি বাজের সতর্কতা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হিমাদ্রি ৷ কখনও ট্যুর গাইড হিসেবে, কখনও স্বেচ্ছাসেবক হিসেবে তিনি বিভিন্ন পাহাড়ি এলাকায় কাজ করতেন। গায়ক হিসেবেও তাঁর সুনাম ছিল। পুজোর আগে গত ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে ভ্রমণকারী দলের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গিয়েছিলেন তিনি।
সেখানকার সোনাদা এলাকায় ঘোরাঘুরি করছিলেন। বন্ধুদের সঙ্গে সোশাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগও করেছিলেন । কিন্তু শনিবারের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি।
আবীর ঘোষাল