গত তিন-চার দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ পাহাড়ে। যার জেরে কার্যত ফুঁসছে তিস্তা নদীর জল। আর এতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরমুখী হয়েছে প্রায় শতাধিক বুনো হাতির দল।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সাবধান! ইদের ছুটিতে বাড়ি ফেরা হল না মালদহের পরিযায়ী শ্রমিকের
advertisement
বৃহস্পতিবার রাত থেকেই চলছে অবিরাম বৃষ্টি।লাগাতার বৃষ্টির জেরে উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে। ধস নামছে পাহাড়জুড়ে। পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি, ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ী ঝোরাগুলোতে বেড়েছে জলের স্রোত। আর এতেই মানুষের পাশপাশি বন্য প্রাণীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে, শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেঁষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছে শতাধিক বুনো হাতির দল।
শহরের দিকে বুনো হাতির দলের এগিয়ে আসার খবর পেয়ে নজরদারি শুরু করেছে বন বিভাগ। এখনও অবধি কোনও হতাহতের খবর নেই। তবে গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক। রীতিমতো সন্ত্রস্ত অবস্থা বাসিন্দাদের মধ্যে।
সুরজিৎ দে