গত কয়েকদিন ধরে বৃষ্টিতে উত্তরবঙ্গের বহু জায়গায় ধস নেমেছে। সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিকিম ও বাংলার। পুজোর ছুটিতে এই সময় বাংলা থেকে প্রচুর মানুষ সিকিমে ঘুরতে যান। সেইসব পর্যটকদের অনেকেই সিকিমে আটকে রয়েছেন। লাগাতার বৃষ্টিতে সিকিম থেকে ফিরতে পারছেন না অনেকে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের বহু এলাকাও ধসে বিপর্যস্ত। বহু জায়গায় রাস্তা বন্ধ।
advertisement
আরও পড়ুন- আজ থেকে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর
ভারি বর্ষনের জেরে আলিপুরদুয়ার ও কোচবিহারে ১৪ জন পর্যটক সিকিমে আটকে রয়েছেন। আজই সিকিম থেকে ফেরার কথা ছিল পর্যটকদের দলটির। কিন্তু রাস্তা বন্ধ থাকায় তারা সিকিমের গ্যাংটকে আটকে পড়েছেন। এর মধ্যে আলিপুরদুয়ারের চারটি পরিবার ও কোচবিহারের একটি পরিবার রয়েছে।
আলিপুরদুয়ার শহরের উদয়ন বিতানের অবসরপ্রাপ্ত শিক্ষক সজল মিত্র ও তাঁর পরিবারের সদস্যরা আটকে পড়েছেন সিকিমে। এছাড়া আলিপুরদুয়ারের মধ্যপাড়ার দুটো পরিবার, সূর্যনগর এলাকার একটি পরিবার ও কোচবিহারের একটি পরিবার সিকিমে আটকে পড়েছেন। তাঁদের মোবাইল ফোন বন্ধ। ফলে বাড়ির লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।