আরও পড়ুন-রাশিফল ১৩ এপ্রিল; দেখে নিন কেমন যাবে আজকের দিন
এই ঘটনা দার্জিলিংয়ের ইংরেজ আমলের হেরিটেজ কাঞ্চনভিউ চা বাগানের। বাগান খোলার পরিবর্তে এখন একের পর এক চা গাছ উপড়ে ফেলা হচ্ছে। বাগানে চা পর্যটন শিল্প গড়ে তুলতে আগ্রহী মালিকপক্ষ। সেই লক্ষ্যেই বাগানের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। বাগান এলাকার দোকানপাট সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। এমনকী, এর জন্যে সংলগ্ন এলাকায় একটি সরকারী প্রাইমারি স্কুলের জমিও বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। প্রতিবাদে মঙ্গলবার দার্জিলিংয়ে অতিরিক্ত শ্রম কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় হামরো পার্টি অনুমোদিত চা শ্রমিক সংগঠন। দাবি না মিটলে অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছে শ্রমিকরা। এদিনের ঘেরাও সভায় উপস্থিত ছিলেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। শ্রমিকদের পাশে থাকবার আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন-‘এক রাতের জন্য স্ত্রীকে আমার কাছে পাঠাও, তাহলেই প্রোমোশন...’ বসের ফোন পেয়ে আত্মঘাতী কর্মী
বাগানেরই দীপেন রাই, জীতেন রাইরা এদিন অভিযোগ করেন, একশ্রেণীর শ্রমিকদের পাশে নিয়ে মালিকপক্ষ জোর করে সই করিয়ে নিয়েছে। কিন্তু বাগানের বড় অংশের শ্রমিক তা মানবে না। পাহাড়, তরাই এবং ডুয়ার্সেও চা পর্যটন শিল্প গড়ে উঠেছে। এবং তা সরকারি আইন মেনেই হয়েছে। তবে এখানে তা হবে না কেন? ৬ মাস ধরে বাগান বন্ধ। অথচ কোনও হেলদোল নেই কারোরই। অবিলম্বে মালিকপক্ষ সিদ্ধান্ত না বদলালে আগামী দিনে আন্দোলন বৃহত্তর হবে। রাস্তায় নেমে আসবে বাগানের শ্রমিক পরিবার। অনশন শুরু হবে। শ্রম দপ্তর কি ভূমিকা নেয়, সেদিকেই নজর। পাহাড়ের অন্যতম হেরিটেজ এই বাগান। আর মালিকপক্ষ নিজেরাই বাগানের বাংলো পুড়িয়ে দিয়ে এদিন শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, গ্রেফতারও হয়েছেন শ্রমিকরা।