আরও পড়ুন: আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছিল মঞ্জুষা? বিদিশার মৃত্যুতেই ইন্ধন? মায়ের বয়ানে হাড়হিম তথ্য!
এ দিকে আজ সরকারিভাবে জিটিএ ভোটের নির্দেশিকা প্রকাশের পর জরুরি বৈঠকে বসেন মোর্চার কেন্দ্রীয় কমিটি। বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান মোর্চার সাধারন সম্পাদক রোশন গিরি। তিনি ভোট পেছানোর আর্জি জানিয়েছেন চিঠিতে। তিনি লিখেছেন, জিটিএর বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হোক। ওই সময় পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। এই আর্জিই মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন রোশন গিরি। অন্য দিকে গুরুংয়ের আমরণ অনশন আজ তৃতীয় দিনে পড়ল। সকাল থেকেই দলের পাহাড়, তরাই এবং ডুয়ার্সের কর্মী, সমর্থকেরা ভিড় জমান অনশন মঞ্চে। দিনভর চলে জিটিএ বিরোধী স্লোগান।
advertisement
আরও পড়ুন: ভালবাসতে না? অথচ শারীরিক সম্পর্ক রেখেছিলে? অনুভবকে কাঠগড়ায় তুললেন বিদিশার বান্ধবী?
গোর্খাল্যাণ্ডের দাবীও তোলেন তাঁরা। হাতে ছিল প্ল্যাকার্ডও। এ দিনে দলের জরুরি বৈঠকের পর সহকারী সম্পাদক প্রিয় বর্ধন রাই বলেন, আমরণ অনশন প্রত্যাহার করবেন না গুরুং। দলের বিভিন্ন শাখা সংগঠনের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তিনি। আর তাই নির্বাচনের বিষয়টি বিবেচনা করার জন্যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। এর উত্তরের অপেক্ষায় মোর্চা থাকবে। ইতিবাচক সাড়া না পেলে ফের কেন্দ্রীয় কমিটির বৈঠক করে পরবর্তী কর্মসূচীর সিদ্ধান্ত নেবেন। আজ জরুরি বৈঠকের পর এ কথা জানান সহকারী সম্পাদক। তিনি এও জানান, এখনও পর্যন্ত গুরুংয়ের সঙ্গে কথা বলতে বা দেখা করতে কোনও সরকারী প্রতিনিধি আসেননি। চিকিৎসকদের টিম আসছেন।
Partha Sarkar