Bidisha De Majumder Death: ভালবাসতে না? অথচ শারীরিক সম্পর্ক রেখেছিলে? অনুভবকে কাঠগড়ায় তুললেন বিদিশার বান্ধবী?

Last Updated:

 Bidisha De Majumder Death: দমদমের নাগেরবাজার এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় উঠতি মডেল তথা অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। সুইসাইড নোটে বিদিশা লিখে গিয়েছেন তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অন্যদিকে বিদিশার বান্ধবী দাবি করেছেন, অভিনেত্রীর এই পরিণতির জন্য দায়ী অনুভব বেরা৷ 

Bidisha De Majumder
Bidisha De Majumder
মডেল বিদিশা দে মজুমদারের মৃত্যুতে নাম জড়িয়েছে অনুভব বেরা এক যুবকের। অনুভবকেই কাঠগড়ায় তুলেছেন বিদিশার বান্ধবীরা। বিদিশার বান্ধবীর প্রশ্নের উত্তরে অনুভব জানিয়েছেন  ‘আমিওকে কোনও দিন বলিনি, আই লাভ ইউ।’তার প্রত্যুত্তরে দিয়া বলেন, ‘আই লাভ ইউ না হয় বলোনি, কিন্তু ফিজিক্যাল তো হয়েছিলে।’বুধবার দমদমের নাগেরবাজার এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় উঠতি মডেল তথা অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। সুইসাইড নোটে বিদিশা লিখে গিয়েছেন তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অন্যদিকে বিদিশার বান্ধবী দাবি করেছেন, অভিনেত্রীর এই পরিণতির জন্য দায়ী অনুভব বেরা৷
advertisement
অনুভব নামে এই যুবক পেশায় জিম ট্রেনার। বিদিশা ছাড়াও তার একাধিক প্রেমিকা আছে বলে জানান সেই বন্ধু। আর তার জেরেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন বিদিশা। সেই বন্ধু বলছেন, সবাই বোঝানো সত্ত্বেও বিদিশা শুনত না। অনুভব নামে ওই যুবকের সঙ্গে বেশ সমস্যা ছিল বিদিশার। বুধবার ভোর ৪টের সময়েও বিদিশা বন্ধুকে ফোন করে কান্নাকাটি করেন।এমনকি বলেন, অনুভবকে ছাড়া বাঁচবেন না। আত্মহত্যা করে নেবেন। অবশেষে সেই পথই বেছে নিয়েছেন তিনি। এমনকি বন্ধুকে একটি মেসেজে বিদিশা অনুভব সম্পর্কে বলছেন, "আমি মা বাবার থেকেও ওকে বেশি ভালবাসতাম।"
advertisement
নাগেরবাজার এলাকার ভাড়া বাড়িতে মাস দেড়েক আগে থাকতে এসেছিলেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা। প্রাথমিক ভাবে অনুমান, আত্মহত্যা করেছেন বিদিশা। কিন্তু মাত্র একুশ বছরেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদিশা? যে সুইসাইড নোট পেয়েছে পুলিশ, তাতে উল্লেখ রয়েছে, ''কেরিয়ার নিয়ে সমস্যায় ছিলাম। মনস্থির রাখতে না পেরে এই পথ বেছে নেওয়া। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।''
advertisement
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করল বাবা, বেলডাঙায় হাড়হিম কাণ্ড!
শোনা যাচ্ছে,  নিজের শরীরের প্রতি অবহেলা ছিল তাঁর৷ বন্ধু বান্ধবরা জানাচ্ছেন আগেও একাধিকবার আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি৷ কীসের চাপে এই সিদ্ধান্ত? প্রশ্ন তো থাকছেই৷ রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাটের তলা থেকে মিলেছে দুটি মোবাইল ফোন। ফোন দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bidisha De Majumder Death: ভালবাসতে না? অথচ শারীরিক সম্পর্ক রেখেছিলে? অনুভবকে কাঠগড়ায় তুললেন বিদিশার বান্ধবী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement