ফের মোর্চার কার্যালয়ে পতাকা বদল। কালিম্পঙে মোর্চার কার্যালয় থেকে সরানো হল গুরুঙের ছবি লাগানো পতাকা। পতাকা খুলে দেন বিনয়পন্থী মোর্চা সমর্থকরা। বরুণ ভুজেলের মৃত্যুর পর গুরুঙের পতাকা লাগিয়েছিলেন গুরুংপন্থী মোর্চা সমর্থকরা।
রবিবার কার্শিয়াঙে জনসভায় ফের বিমল গুরুঙের সমালোচনা মোর্চা নেতা অনীত থাপার। পূর্ব ঘোষণা মত ৩০ অক্টোবর প্রকাশ্যে আসছেন না বিমল গুরুং। শনিবারই একথা জানিয়েছেন রোশন গিরি। গুরুঙের সিদ্ধান্ত পরিবর্তনকে এদিন কটাক্ষ করেন অনীত। শনিবার কার্শিয়ং স্টেশনের সামনে জনসভাও করেন তিনি। গোর্খাল্যান্ড নিয়ে বিজেপির অবস্থানের সমালোচনা করেন মোর্চা নেতা অনীত থাপা।
advertisement
অন্যদিকে, ফের পাহাড়ে ধরপাকড়। পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল গুরুংপন্থী মোর্চা নেত্রী বন্দনা ইয়নজন। বনধের সময় পুলিশের উপর হামলা সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করল কালিম্পং পুলিশ ৷