TRENDING:

উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্ত, পাঁচবছর পর শীর্ষে কলাবিভাগ

Last Updated:

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও উত্তরবঙ্গের বাজিমাত ৷ মাধ্যমিকে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ শীর্ষে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: উচ্চমাধ্যমিকে প্রথম হয়ে রীতিমতো তাক লাগালেন গ্রন্থন সেনগুপ্ত ৷ কলাবিভাগে ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন গ্রন্থন ৷ পাঁচ বছর পরে উচ্চমাধ্যমিকের ফলে ঘটল এমন ঘটনা ৷
advertisement

২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার প্রথম হলেন জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত ৷ গ্রন্থনের প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷

অন্যদিকে এবারের উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হলেন তমলুক হ্যামিলটন হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ঋত্বিক কুমার শাহু ৷ ঋত্বিকের প্রাপ্ত নম্বর ৯৮.৬ শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন দু’জন ৷ তিমির বরণ দাশ ও শাশ্বত রায় ৷ তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০ ৷

advertisement

মাধ্যমিকের পর আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল । সকাল দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এই বছর পরীক্ষা দিয়েছেন ৮ লাখেরও বেশি ছাত্রছাত্রী। এই বছর ছাত্রের সংখ্যা প্রায় ৪,২০,০০০। ছাত্রী প্রায় ৩,৮০,০০০।

এবার ৫৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে ৷ ১৮টি জেলায় মেয়েদের পাশের হার বেশি ৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী ৷ ৪৭ শতাংশ ছাত্র ৷ এবারে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৩.৭৫ শতাংশ ৷ পূর্ব মেদিনীপুরে পাশের হার সব থেকে বেশি ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে কলা বিভাগ থেকে গ্রন্থন সেনগুপ্ত ৯৯.২ শতাংশ ৷ বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় হয়েছে তমলুকের ছাত্র  ঋত্বিক কুমার সাহু ৷ তৃতীয় হয়েছে দু’জন ৷  তিমিরবরণ দাস ও শ্বাশত রায় ৷ চতুর্থ স্থানে রয়েছে ৬ পড়ুয়া ৷ অর্কদীপ্তা ঘোষ মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর ৪৮৬ ৷ অর্কদীপ্তা পঞ্চম হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্ত, পাঁচবছর পর শীর্ষে কলাবিভাগ