বাংলা বিভাগের সব পড়ুয়ার নম্বর বৃদ্ধি হয়েছে ৷ পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন মোট ২২৪ জন ৷ পরীক্ষার্থীদের ৪ থেকে ২২ পর্যন্ত নম্বর বৃদ্ধি হয়েছে ৷ আন্দোলনের পর এই ‘অবিশ্বাস্য’ নম্বর বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে ৷
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পুনর্মূল্যায়নে ঢালাও নম্বর দেওয়ার পিছনে কিছু অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের সম্ভাবনা রয়েছে ৷ এর জন্য শোকজ করা হতে পারে একাধিক অধ্যাপককে ৷
advertisement
গত ২৫ জানুয়ারি স্নাতকোত্তরের সেকেন্ড সেমিস্টারের ফল প্রকাশ হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বাংলা বিভাগের পড়ুয়ারা অভিযোগ করেন, বেশিরভাগ পরীক্ষার্থীকে গড়ে নম্বর দেওয়া হয়েছে। প্রতিবাদে ২৮ জানুয়ারি রাতভর কন্ট্রোলারকে ঘেরাও করেন পডৃ়য়ারা। তাঁদের দাবি মেনে বিনামূল্যে খাতা রিভিউয়ের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। তবে, রিভিউয়ে নম্বর বাড়ার সঙ্গে কমতেও পারে, এই সম্ভাবনার কথা জানতে পেরে নতুন করে আন্দোলনে নামে পড়ুয়ারা। যার জেরেই ক্যাম্পাসে এই বিক্ষোভ-ঘেরাও কর্মসূচি হয় ৷ শেষপর্যন্ত সবাইকে নম্বর বাড়িয়েও অস্বস্তিতে পড়েছেন অধ্যাপকরা ৷