গত কয়েক দিন ধরে জিটিএর বিভিন্ন সরকারি কর্মসূচিতে অনীত থাপার সঙ্গেই মঞ্চে দেখা যাচ্ছিল তাঁকে। গত সোমবারও কার্শিয়ংয়ে অনীত থাপার সঙ্গে ছিলেন তিনি। আর গতকাল পিনটেইলড ভিলেজে বিজিপিএমে যোগ দিলেন প্রাক্তন এই প্রশাসনিক কর্তা। খাদা পরিয়ে দলে তাঁকে স্বাগত জানান বিজিপিএম সভাপতি অনীত থাপা।
আরও পড়ুন: আদিবাসীদের জমি দখলের অভিযোগ, দুই তৃণমূল নেতার পোলট্রি ফার্মে আগুন! সন্দেশখালিতে ধুন্ধুমার
advertisement
গোপাল লামার বিজিপিএম-এ যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ে লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছে৷ কারণ, গত সোমবারই অনীত থাপা জানিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে তৃণমূলকেই সমর্থন করবে বিজিপিএম৷ তবে পাহাড়ের কোনও ভূমিপুত্রকেই প্রার্থী করতে হবে রাজ্যের শাসক দলকে শর্তও দিয়েছিলেন অনীত৷
অনীত থাপার এই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই গোপাল লামার মতো প্রাক্তন আমলা বিজিপিএমে যোগ দেওয়ায় তাঁকেই তৃণমূল-বিজিপিএম জোট প্রার্থী হিসেবে দেখছেন অনেকে৷ যদিও এ বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি৷ অনীত জানিয়েছিলেন, বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি রুখতেই তৃণমূলকে সমর্থন করবেন তারা৷
এ দিকে বসে নেই বিজেপিও৷ সূত্রের খবর, দার্জিলিং লোকসভা কেন্দ্রে সম্ভবত রাজু বিস্তাকে আর টিকিট দেবে না পদ্ম শিবির৷ দার্জিলিংয়ের সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবেও কেন্দ্রীয় সরকারের প্রাক্তন এক শীর্ষ কর্তার নামই শোনা যাচ্ছে৷ দার্জিলিং কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলার নাম উঠে আসছে৷