জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবর্ণ সুযোগ। এবার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সেচের যন্ত্রাংশ। বাংলার চাষীদের জন্য নতুন প্রকল্প “বাংলা কৃষি সেচ যোজনা”। এই প্রকল্পের মাধ্যমে চাষীরা ফোয়ারা সেচের জন্য স্প্রিঙ্কলার, ও বিন্দু সেচের জন্য ড্রিপ।
advertisement
এই দুই অনুচ্ছেদ উপকরণ পাবেন একেবারে বিনামূল্যে, শুধুমাত্র জিএসটির টাকা টুকুই দিতে হবে কৃষককে। এই প্রকল্পের জন্য যন্ত্র কেনার জন্য সরকার জমির পরিমাণ ও পাইপের ব্যাসার্ধ ও দূরত্ব অনুযায়ী ১৫ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে।
আরও পড়ুন: মহাশিবরাত্রির ঠিক আগের দিনেই বুধের উদয়! হঠাত্ কপাল খুলে যাবে ৫ রাশির, দু’হাত ভরে আসবে টাকা
এই প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা ফরাসে যে বিন্দু সেচের মাধ্যমে চাষ করে জলের অপচয় বন্ধ করতে পারবেন। এই সুবিধা নেওয়ার জন্য দুয়ারে সরকারি শিবিরে গিয়ে আবেদন করতে হবে। এর জন্য অবশ্যই জমি সংক্রান্ত নথি, আধার কার্ড মোবাইল নম্বর ,ব্যাংঙ্কের পাস বই ছবি-সহ শিবিরে আবেদন করতে হবে।
পিয়া গুপ্তা