নবমীর দিন বৈষ্ণব মতে পূজা হয় দেবীর। কোনও থিম, আলো বা প্রতিযোগিতা নেই। নেই ঢাকঢোলের কোলাহলও। অথচ খয়েরখালের এই পুজো ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আশপাশের গ্রাম তো বটেই, দূরদূরান্ত থেকেও মানুষ আসেন এক ঝলক সোনার দুর্গা দর্শনের জন্য। পুজোর দিন মন্দির চত্বরে ছোট্ট মেলার আয়োজনও করা হয়।গ্রামবাসীদের কাছে এই দেবী পরিচিত ‘মা গোসানি’ নামে। তাই এক দিনের পুজো হলেও পুজোতে প্রাণ রয়েছে ভরপুর!
advertisement
আরও পড়ুন : গড় জঙ্গলের গা ছমছমে ঘন বনে অশ্বত্থ শিকড়ের জালে প্রাচীন মন্দিরে দশভুজার আরাধনায় উপচে পড়ে ভক্তদের ভিড়
সেখানে যেতে হলে তার রাস্তার বিবরণ ময়নাগুড়ি ইন্দিরা মোড় থেকে চ্যাংরাবান্ধ্যার দিকের রাস্তার দিকে যেতে হবে।জল্পেশ মোড় পাড় করে রাজারহাট মোড় পাড় করে একদম ভোটপাট্টি বাজার পৌছতে হবে।ভোটপাট্টি বাজার থেকে ডান দিকের পাকা রাস্তা ধরে ভোটপাট্টি রেল স্টেশন পার করে ১০০ মিটার দূরে একটা তিন মাথা রাস্তা পরবে।ওই রাস্তার পাশেই রেলগেট ।রেলগেট পার করে ডান দিকে ২০০ মিটার যাবার পর আবার তিন মাথা রাস্তা।ওই তিন মাথা রাস্তা থেকে বাম দিকে হেলাপাকড়ি দিকের রাস্তায় ঢুকতে হবে। হেলাপাকড়ির দিকে রাস্তায় ঢুকে ১-২ কিলোমিটার যাওয়ার পর যে কোনও মানুষকে বলতে হবে ‘মা গোসানি মন্দির’ যাব। একবারে সবাই দেখিয়ে দেবে। প্রসঙ্গত মা গোসানি আর সোনার দুর্গা একই।