আতঙ্কিত ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, ১০ লাখ টাকার সোনার চেন নিয়ে পালিয়েছে। বাইকে করে এসেছিল দুই দুষ্কৃতী। ঘটনার তদন্তে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ।
পুজোর আগে সোনার দোকানে চুরি-ডাকাতির অভিযোগ দিন দিন বাড়ছে। শিলিগুড়িতে কয়েকদিন আগেই সোনার দোকানে ডাকাতি হয়েছিল। সেখানেই ক্রেতা সেজে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।
advertisement
গত জুনেও হিলকার্ট রোডে একটি বড় গয়নার দোকানে হানা দিয়েছিল ছয়-সাত জনের একটি ডাকাতদল। দোকানের সামনে বাইকে রেখে তারা দোকানে ঢোকে। প্রায় সমস্ত রকমের গয়না দেখেন, দরদাম করেন। তার পর আচমকা আগ্নেয়াস্ত্র বার করে সকলকে একটি জায়গায় জোড়ো হতে নির্দেশ দেওয়া হয় তাঁদের। রক্ষীদের হাত-পা বেঁধে মারধর শুরু করে ডাকাতদলটি। দোকানের কর্মীদের বন্দুকের নলের সামনে রেখে শৌচাগারের পাশে কয়েক জনের হাত বেঁধে দেওয়া হয়। তার পর একে গয়না ব্যাগে ঢুকিয়ে দোকানের মূল দরজায় তালা দিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
পার্থপ্রতিম সরকার