TRENDING:

Gold Theft: ক্রেতা সেজে দোকানে ঢুকে ফের লক্ষ লক্ষ টাকার সোনা চুরি! উধাও ১০ টি চেন, বিরাট আতঙ্ক শিলিগুড়িতে

Last Updated:

Gold Theft: আতঙ্কিত ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, ১০ লাখ টাকার সোনার চেন নিয়ে পালিয়েছে। বাইকে করে এসেছিল দুই দুষ্কৃতী। ঘটনার তদন্তে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ভরদুপুরে দু:সাহসিক চুরি! ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে ১০টি সোনার হার নিয়ে পালাল দুই দুষ্কৃতী! ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সজিবমন্দিরে। ঘটনায় চাঞ্চল্য।
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement

আতঙ্কিত ব্যবসায়ীরা। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, ১০ লাখ টাকার সোনার চেন নিয়ে পালিয়েছে। বাইকে করে এসেছিল দুই দুষ্কৃতী। ঘটনার তদন্তে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ।

আরও পড়ুন: ‘সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে বলে…’ এসএসসি মামলায় বিরাট মোড়! আবেদন খারিজ সুপ্রিম কোর্টের! এবার কী হবে?

পুজোর আগে সোনার দোকানে চুরি-ডাকাতির অভিযোগ দিন দিন বাড়ছে। শিলিগুড়িতে কয়েকদিন আগেই সোনার দোকানে ডাকাতি হয়েছিল। সেখানেই ক্রেতা সেজে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।

advertisement

আরও পড়ুন: মারণ অলিগোমেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, কী হয় ক্যানসারে? কী এর বিশেষত্ব? জানুন বিশেষজ্ঞের পরামর্শ

গত জুনেও হিলকার্ট রোডে একটি বড় গয়নার দোকানে হানা দিয়েছিল ছয়-সাত জনের একটি ডাকাতদল। দোকানের সামনে বাইকে রেখে তারা দোকানে ঢোকে। প্রায় সমস্ত রকমের গয়না দেখেন, দরদাম করেন। তার পর আচমকা আগ্নেয়াস্ত্র বার করে সকলকে একটি জায়গায় জোড়ো হতে নির্দেশ দেওয়া হয় তাঁদের। রক্ষীদের হাত-পা বেঁধে মারধর শুরু করে ডাকাতদলটি। দোকানের কর্মীদের বন্দুকের নলের সামনে রেখে শৌচাগারের পাশে কয়েক জনের হাত বেঁধে দেওয়া হয়। তার পর একে গয়না ব্যাগে ঢুকিয়ে দোকানের মূল দরজায় তালা দিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

advertisement

পার্থপ্রতিম সরকার

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Gold Theft: ক্রেতা সেজে দোকানে ঢুকে ফের লক্ষ লক্ষ টাকার সোনা চুরি! উধাও ১০ টি চেন, বিরাট আতঙ্ক শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল