মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী তাঁত ও খাদি পণ্য নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি খাদি সামগ্রীও বিশেষ আকর্ষণ। মোট ৮৭টি বিক্রয় কেন্দ্র নিয়ে আয়োজিত এই মেলায় থাকছে বিভিন্ন আধুনিক পোশাকও।
আরও পড়ুন: ডুয়ার্সে ঘুরতে যাওয়ার নিয়মে বদল! গাড়ি পার্কিং নিয়ে কড়া বন দফতর, না মানলে কেলেঙ্কারি
advertisement
আসন্ন নববর্ষ উপলক্ষে অনেকেই নতুন পোশাক কেনার পরিকল্পনা করছেন। আর বাঙালি মানেই শাড়ি তো কেনাকাটার তালিকায় থাকবেই! সাধারণ বাজারের তুলনায় এখানে তুলনামূলক কম দামে তাঁতের শাড়ি, পাঞ্জাবি, খাদি জামা এবং অন্যান্য ঐতিহ্যবাহী পোশাকও মিলছে। এই ধরনের পোশাক গরমকালেও পরে বেশ আরাম। মেলার শুরুর দিন থেকেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। মূলত খাদি ও তাঁতের প্রচার ও প্রসার বাড়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাপ্স সো-এর মাধ্যমে বিভিন্নভাবে খাদি ও তাঁতের পোশাক প্রমোট করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ এই ঐতিহ্যবাহী শিল্পের প্রতি আরও আকৃষ্ট হন। যারা তাঁতের শাড়ির প্রতি অনুরাগী, তাঁদের জন্য এটি এক চমৎকার সুযোগ। শুধুমাত্র কেনাকাটাই নয়, তাঁতের সূক্ষ্ম কারুকার্য এবং দক্ষ কারিগরদের কঠোর পরিশ্রম কাছ থেকে দেখার বিরল অভিজ্ঞতাও মিলবে এই মেলায়। মেলা চলবে প্রায় ১৫ দিন, তাই সময় থাকতেই ঘুরে আসুন এই বিশেষ খাদি মেলা থেকে।
সুরজিৎ দে





