প্রতিবছর মুলা ষষ্ঠীর দিনে পুরাতন মালদহের মোকাতিপুরে চলে জুয়ার মেলা। এবারও সকাল থেকেই ষষ্ঠীর দিনে পুজোর পর আম বাগান ঘেঁরা বিশাল মাঠে দিনভর চলল জুয়ার আসর।
আর এই জুয়ার মেলায় ভিড় জমান প্রচুর মানুষ। বিশেষ করে মহিলারা। কেউ তুলনায় কম বয়স্ক, কেউ গৃহবধূ, কেউ আবার যথেষ্টই প্রবীণ। মহিলাদের কেউ এসেছেন নিজেই, কেউ আবার এসেছেন দলবেঁধে, পরিবার- পরিজন নিয়ে। সকলেরই উদ্দেশ্য জুয়া খেলা। কিন্তু, কেন এভাবে প্রকাশ্যে নির্দ্বিধায় এসে জুয়া খেলা ? পুরাতন মালদহের মোকাতিপুরে বেহুলা নদীর পাশে এই মেলার আয়োজন হয়। প্রাচীন ঐতিহ্য ও পরম্পরা মেনে প্রতিবছর এখানে ষষ্ঠী পুজো দিতে আসেন মহিলারা। অনেকেই বিশ্বাস করেন এই দিনে গৃহলক্ষীদের জুয়া খেলা নাকি শুভ। আর জুয়া খেলায় জিতলে তো কথাই নেই। প্রচলিত এই বিশ্বাস থেকেই আজও মেলায় গিয়ে জুয়া খেলেন মহিলারা। খেলায় অংশ নিয়েই আনন্দে মাতেন সকলে। শুধু মালদা নয়, এই মেলার আসরে যোগ দিতে দূরদূরান্ত এমনকি ভিন রাজ্য থেকেও অনেকের মধ্যে হাজির হন বিশেষ দিনে।
advertisement
আরও পড়ুন: নেপালে 'না', মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ-যাত্রা কি ফের বাতিল 'এই' কারণে?
আরও পড়ুন: মোদির জন্মদিনে ভ্যাকসিন-রেকর্ডে সামিল মৃতরাও! অভিষেকের প্রশ্নে প্রকাশ্যে বড় 'ভুল'
মালদহ প্রকাশ্যে চলা এই জুয়ার মেলা সম্পর্কে ওয়াকিবহাল পুলিশ। সাদা পোশাকের পুলিশ নজরদারিও চালায় জুয়ার মেলায়। তবে সব জেনেও বাধা দেয় না পুলিশ। কারণ এর নেপথ্যে রয়েছে মানুষের বিশ্বাস আর ঐতিহ্য। শুধু নজর রাখা হয় যাতে জুয়ার মেলায় কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে।
যদিও এনিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ। স্থানীয় প্রবীনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই পরম্পরা চলে আসছে। বাপ,ঠাকুরদারদের মুখে এই জুয়া মেলার কথা জানতে পেরেছেন এখনকার প্রবীনরা।