TRENDING:

দূর হবে পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ! 'এই' পোর্টালে নাম তুললে সহজেই মিলবে সাহায্য! জানুন পদ্ধতি

Last Updated:

শ্রম দফতরের 'কর্মসাথী' পোর্টালে নাম নথিভুক্ত করলে সহজেই সরকারি সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ জেলার কত শ্রমিক ভিনরাজ্যে কাজ করেন, তাঁদের মধ্যে কতজন সমস্যায় রয়েছেন- শ্রম দফতরের কাছে এর কোনও তথ্য নেই। এদিকে শ্রম দফতরের ‘কর্মসাথী’ পোর্টালে নাম নথিভুক্ত করলে সহজেই সরকারি সুবিধা পাবেন তাঁরা। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় দেড় লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেন। তবে, শ্রম দফতরের পোর্টাল বন্ধ থাকায় তাদের সিংহভাগ নামই নথিভুক্ত করতে পারেননি।
advertisement

সরকারি তথ্য অনুযায়ী, মাত্র ৩৫ হাজারের কিছু বেশি শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে, যা একেবারেই কম। অভিযোগ, বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে নানাভাবে অত্যাচারিত হয়ে জীবন বাঁচাতে প্রচুর পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন। কিন্তু শ্রম দফতর এমন মাত্র দু’জনের খোঁজ পেয়েছেন। তাঁরা যথাক্রমে তপন ও বংশীহারির বাসিন্দা। এরপরই নিজের দফতরে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের ‘কর্মসাথী’ পোর্টালে নাম নথিভুক্তকরণের কথা জানান যুগ্ম-শ্রম কমিশনার।

advertisement

আরও পড়ুনঃ প্রাণের তোয়াক্কা না করেই…! সাহসিকতার নজির গড়েছেন জলপাইগুড়ির দুই কন্যা, পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী

এই বিষয়ে যুগ্ম শ্রম কমিশনার বলদেব মণ্ডল জানান, ভিনরাজ্যে নির্যাতনের শিকার হচ্ছেন, জেলার এমন দু’টি পরিবারের সঙ্গে তাঁরা কথা বলেছেন। ওই শ্রমিকেরা শ্রম দফতরের পোর্টালে যোগাযোগ করে সাহায্য চেয়েছিলেন। তাই জেলার বাকি পরিযায়ী শ্রমিকেরাও কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করলে খুব সহজেই তাঁদেরও সাহায্য করা সম্ভব হবে।

advertisement

View More

এই নাম নথিভুক্তকরণের জন্য প্রথমে পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেখানে আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য, যেমন- আবেদনকারীর ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। সবশেষে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে জমা করতে হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বর্তমানে জেলার প্রতিটি থানার পুলিশ, ব্লক প্রশাসনের কাছ থেকে শ্রমিকদের নাম নিয়ে রিপোর্ট তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যত বেশি তথ্য থাকবে সরকার তত বেশি শ্রমিকদের পাশে থাকতে পারবে। তাই যারা বাইরে কাজ করতে যান বা গিয়েছেন তাঁদের শ্রম দফতরের পোর্টালে নাম নথিভুক্ত করতে বলা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দূর হবে পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ! 'এই' পোর্টালে নাম তুললে সহজেই মিলবে সাহায্য! জানুন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল