TRENDING:

ফায়ার পান, আইস পান অনেক হল! বাজার মাতাচ্ছে নতুন এই গোলাপের পান! না খেলে পিছিয়ে পড়বেন

Last Updated:

Paan: ফায়ার পান, আইস পান এখন অতীত। পানের দুনিয়ায় ট্রেনডিং গোলাপ পান। এই পান বানিয়ে ভাইরাল কোচবিহার দিনহাটার রাজীব সূত্রধর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ফায়ার পান, আইস পান এখন অতীত। পানের দুনিয়ায় ট্রেন্ডিং গোলাপ পান। এই পান বানিয়ে ভাইরাল কোচবিহার দিনহাটার রাজীব সূত্রধর।  দিনহাটার মাদার লেনের পাশে জমজমাট ভিড় দেখা যায় সকাল-সন্ধ্যা। কারণ?  গোলাপ পান পাগল করেছে সকলকে। দোকান মালিক রাজীব সূত্রধরের তৈরি এই বিশেষ স্বাদের এই পানের চর্চা এখন দিনহাটা জুড়ে।  সকাল হোক বা সন্ধ্যা, আঠারো থেকে আশি – সকলেই একবার চেখে দেখতে চাইছেন এই গোলাপ পান।
advertisement

বাঙালির খাবারের শেষে যদি পান না থাকে, তবে জমে না। আর সেই পানের মধ্যে যদি থাকে গোলাপের সৌরভ, সঙ্গে মিষ্টি স্বাদ ও গোপন ‘সিক্রেট মশলা’ – তাহলে তো কথাই নেই।

বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!

চলন্ত ট্রেনে হাজির TTE, ‘দেখি টিকিটগুলো বের করুন!’ বলেই করে ফেললেন এমন এক ভুল…! গোটা কামরা একজোট!

advertisement

রাজীব সূত্রধর জানালেন, “প্রথমে আমি শুধু পান বিক্রি করতাম। কিন্তু একদিন ভাবলাম, কিছু নতুন করি। তখনই মাথায় আসে গোলাপ দিয়ে এক বিশেষ পান তৈরি করার আইডিয়া। এক কাস্টমারকে খাওয়াই, আর ওর মুখে মুখেই ছড়িয়ে যায় খবরটা। এখন তো দিনে প্রচুর মানুষ আসে এই পান খেতে।” রাজীবের পানে শুধু গোলাপ নয়, রয়েছে এমন কিছু বিশেষ উপকরণ যা মুখে দিতেই ফ্রেশ ফিলিং এনে দেয়।

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফায়ার পান, আইস পান অনেক হল! বাজার মাতাচ্ছে নতুন এই গোলাপের পান! না খেলে পিছিয়ে পড়বেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল