বাঙালির খাবারের শেষে যদি পান না থাকে, তবে জমে না। আর সেই পানের মধ্যে যদি থাকে গোলাপের সৌরভ, সঙ্গে মিষ্টি স্বাদ ও গোপন ‘সিক্রেট মশলা’ – তাহলে তো কথাই নেই।
বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!
চলন্ত ট্রেনে হাজির TTE, ‘দেখি টিকিটগুলো বের করুন!’ বলেই করে ফেললেন এমন এক ভুল…! গোটা কামরা একজোট!
advertisement
রাজীব সূত্রধর জানালেন, “প্রথমে আমি শুধু পান বিক্রি করতাম। কিন্তু একদিন ভাবলাম, কিছু নতুন করি। তখনই মাথায় আসে গোলাপ দিয়ে এক বিশেষ পান তৈরি করার আইডিয়া। এক কাস্টমারকে খাওয়াই, আর ওর মুখে মুখেই ছড়িয়ে যায় খবরটা। এখন তো দিনে প্রচুর মানুষ আসে এই পান খেতে।” রাজীবের পানে শুধু গোলাপ নয়, রয়েছে এমন কিছু বিশেষ উপকরণ যা মুখে দিতেই ফ্রেশ ফিলিং এনে দেয়।
advertisement
Annanya Dey
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 5:34 PM IST