চলন্ত ট্রেনে হাজির TTE, 'দেখি টিকিটগুলো বের করুন!' বলেই করে ফেললেন এমন এক ভুল...! গোটা কামরা একজোট!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railways: যেন সিনেমার চিত্রনাট্য! যাত্রী হঠাৎ বলে উঠলেন,আপনারা কে? TTE! চড় মারছেন কেন?” সেই প্রশ্নেই যেন কেঁপে উঠল পুরো বগি। রেলের কামরায় এ কী হল!
ট্রেন ছুটছে নিজের ছন্দে, যাত্রীরা কেউ জানলার পাশে বসে বই পড়ছেন, কেউবা ফোনে ব্যস্ত। হঠাৎই বদলে গেল সবকিছু। যেন কোথা থেকে উদয় হল একদল ‘নতুন কর্তৃপক্ষ’। সাদা পোশাকে, অথচ চোখে একরাশ আগুন। শুরু হল জিজ্ঞাসাবাদ, 'দেখি টিকিটগুলো বের করুন!'
advertisement
তারপরই যা ঘটল, তা যেন সিনেমার চিত্রনাট্য! যাত্রী হঠাৎ বলে উঠলেন, “আপনারা কে? TTE তো নন! তাহলে চড় মারছেন কেন?” সেই প্রশ্নেই যেন কেঁপে উঠল পুরো বগি। মোবাইল উঠল হাতে, চারপাশে জমে উঠল ভিড়, আর ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগল মাত্র কয়েক ঘণ্টা।
advertisement
কে ছিলেন তাঁরা? সত্যিই পুলিশ? না কি অন্য কেউ? কে দিল তাঁদের হাতে ‘আইন রক্ষার’ নামে এই অত্যাচারের ছাড়পত্র? রহস্যের জাল যত খুলছে, প্রশ্ন তত বাড়ছে… এ এক ট্রেনযাত্রা, যার গন্তব্য শুধু স্টেশন নয়, বরং সত্যের খোঁজ!
advertisement
কে ছিলেন তাঁরা? সত্যিই পুলিশ? না কি অন্য কেউ? কে দিল তাঁদের হাতে ‘আইন রক্ষার’ নামে এই অত্যাচারের ছাড়পত্র? রহস্যের জাল যত খুলছে, প্রশ্ন তত বাড়ছে… এ এক ট্রেনযাত্রা, যার গন্তব্য শুধু স্টেশন নয়, বরং সত্যের খোঁজ!
advertisement
রেলযাত্রার সময় কখন কী ঘটে, তার ঠিক নেই। কোথাও খাবারে অতিরিক্ত দাম চাওয়া, কোথাও জল ১৫ টাকার জায়গায় ২০ টাকায় বিক্রি—এগুলো যেন রোজকার ছবি। তবে এবার যা ঘটল, তা বেশ চমকে দেওয়ার মতো। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও!
advertisement
যেখানে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে যাত্রীদের সঙ্গে পুলিশের তুমুল বচসা, অভিযোগ অনুযায়ী, পুলিশকর্মীরা নিজেরাই TTE সেজে যাত্রীদের টিকিট দেখতে গিয়ে তাঁদের ওপর চড়াও হন।
advertisement
ঘটনার শুরু হয় যখন ট্রেনে TTE না থাকায় কিছু পুলিশকর্মী যাত্রীদের টিকিট দেখতে শুরু করেন। অভিযোগ, তাঁদের মধ্যে একজন পুলিশকর্মী টিকিট না থাকায় এক যাত্রীকে মারধর করেন। সেই মারধরের ভিডিওই এখন ভাইরাল নেটদুনিয়ায়। যদিও ভিডিওটি ঠিক কোন ট্রেনের, কোথাকার বা কখনকার তা স্পষ্ট নয়।
advertisement
ভিডিওতে এক যাত্রীকে বলতে শোনা যায়, “ওর কী অধিকার আছে টিকিট চেক করার? TTE-কে ডাকুক। ও চড় মারল কেন? দেখুন, হাতটা একেবারে লাল হয়ে গেছে। আপনার লোকটা আমার সামনে ২০০ টাকার নোট পকেটে নিয়ে গালাগালি করে মারছে।”
advertisement
যখন সেই পুলিশকর্মী তাকে নিজের দিকে ডাকতে থাকেন, তখন ওই যাত্রী বলে ওঠেন, “আপনাদের ওখানে যাওয়ার দরকার নেই, এখানে আসুন।” এরপর যখন পুলিশকর্মী উচ্চস্বরে কথা বলতে থাকেন, যাত্রী তাঁকেও বলে ওঠেন, “ধীরে কথা বলুন।”
advertisement
বচসার মধ্যেই প্রশ্ন ওঠে—“আপনারা নিজেরাও কি টিকিট কেটে যাচ্ছেন? আপনারা কি RPF-এর লোক? আপনাদের কে অধিকার দিয়েছে আমাদের গায়ে হাত তোলার?” পুরো ঘটনার সময় অনেক যাত্রীই মোবাইলে এই দৃশ্য রেকর্ড করছিলেন। প্রায় ৯৭ সেকেন্ডের ভিডিওটিতে যাত্রী ও পুলিশের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে দেখা যায়।
advertisement
এই ভিডিওটি @gharkekalesh নামের এক এক্স (X)-ইউজার শেয়ার করেন। ক্যাপশনে লেখেন—“ভারতীয় রেলে যাত্রীকে মারধর করা নিয়ে পুলিশ ও যাত্রীদের মধ্যে সংঘর্ষ।” ভিডিওটি ইতিমধ্যেই ১১ হাজারের বেশি ভিউ পেয়েছে এবং ২০০-রও বেশি ব্যবহারকারী সেটি লাইক করেছেন।
advertisement
ভিডিওটি দেখে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লেখেন, “কার দোষ বেশি?” আবার কেউ লেখেন, “ভারতীয় রেলে প্রতিদিনই কিছু না কিছু ঘটে।”
advertisement
আরও এক জন মন্তব্য করেন, “দেশের আসল সমস্যা পুলিশ, রাজনীতিবিদ, বিচারক ও সরকারি কর্মীদের থেকে আসে। আগে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।” একজন সরাসরি বলেন, “পুলিশরা খুব তাড়াতাড়ি রেগে যায়। ওদের আগে সংযম শেখানো দরকার।” ঘটনার সত্যতা যাচাই না হলেও, ভিডিওটি ঘিরে মানুষের ক্ষোভ, প্রশ্ন, ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বিতর্ক ফের একবার মাথাচাড়া দিয়েছে।