স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হঠাৎ মজদর আলীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামের লোকজন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন এত তীব্র ছিল অল্প সময়ের মধ্যেই দাউ দাউ করে দু’টি ঘর জ্বলতে থাকে। তখন ঘরের ভিতর ছিলেন মজদর আলী ও তাঁর পরিবার।
আরও পড়ুনঃ চোখের নিমেষে হবে তরকারি থেকে মোরব্বা! বাড়ির ছাদে অল্প যত্নেই ঢালাও ফলবে পুষ্টিগুণে ভরা এই সবজি
advertisement
এরপর মজদর আলীর বাড়ির সকলে কোনওরকমে ঘর থেকে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচান। তবে বাড়িতে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র, গবাদি পশু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, প্রতিবেশীর গোয়াল ঘরে মশা তাড়ানোর ধূপকাঠি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ঘটনাস্থলে হাজির হয় দমকল। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কার্যত খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। গভীর রাতে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
