TRENDING:

West Bengal News: ভাড়াবাড়ির ওই ঘরে কী ঘটেছে? দরজা ভেঙে হাড়হিম দৃশ্য দেখল পুলিশ!

Last Updated:

West Bengal News: বুধবার তদন্তে নেমে পুলিশ একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: একই পরিবারের তিনজনের মৃত দেহ উদ্ধার হল কোচবিহারে। গুঞ্জবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন স্বামী স্ত্রী সন্তান। কোতোয়ালি থানার পুলিশ বৃহস্পতিবার দরজা ভেঙে ঘরে ঢুকে তিন জনের দেহ উদ্ধার করেছে। পুলিশ জানায় স্বামীর দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। স্ত্রী ও সন্তানের দেহ ছিল মেঝেতে৷ প্রাথমিক ভাবে জানা গেছে কোচবিহারের এবিএন শীল কলেজের কর্মী ছিলেন মৃত ব্যাক্তি। তার আদিবাড়ি দিনহাটার গোসানিমারী এলাকায়। গত জানুয়ারি মাস থেকে এই বাড়িতে ভাড়া থাকত এই পরিবার। কারও সঙ্গে মেলামেশা করত না। মঙ্গলবারের পর ঘরের বাইরে দেখা যায়নি তাদের। এদিকে পরিবারের লোকেরা ফোনে যোগাযোগ করতে না পারলে খোঁজ শুরু করে। বুধবার তদন্তে নেমে পুলিশ একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার করে৷ মৃত্যুর পেছনে কী কারণ, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
ভয়ংকর কাণ্ড (প্রতীকী ছবি)
ভয়ংকর কাণ্ড (প্রতীকী ছবি)
advertisement

অপরদিকে, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ দায়ের পরিবারের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে , বছর দুয়েক আগে কেন্দ্রা এলাকার বাসিন্দা রেনুকা বাদ্যকরের বিয়ে হয় পার্শ্ববর্তী রামনগরের ধাওড়া এলাকায় সমীর বাদ্যকর (ছোটকা )-এর সঙ্গে। দম্পতির ছ'মাসের একটি সন্তান রয়েছে। মঙ্গলবার গভীর রাতে শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে ঝোলো অবস্থায় রেনুকা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন । সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

রেনুকাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন মৃতের দাদা বিশু বাদ্যকর। তাঁর অভিযোগ, ''অন্য মেয়ের সঙ্গে জামাই সমীরের অবৈধ সম্পর্ক রয়েছে। সম্পর্কের কথা জানার পর আমার বোন প্রতিবাদে সরব হয়েছিল। এর জন্য আমার বোনকে প্রায় মারধোর করা হত। পথের কাঁটা সরাতেই বোনকে হত্যা করা হয়েছে।'' বুধবার রাতে বাপের বাড়ির পক্ষ থেকে পাণ্ডবেশ্বর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ।

advertisement

আরও পড়ুন: এত বড় নেতা কারা দেখি? হাওড়ায় রুদ্রমূর্তি মমতা! যে প্রসঙ্গে এত রুষ্ট মুখ্যমন্ত্রী...

আরও পড়ুন: 'দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী...', আরও বড় 'বিস্ফোরণের' ইঙ্গিত দিলেন তথাগত রায়!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লিখিত অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ রেনুকার শ্বশুরবাড়ি থেকে রেনুকার স্বামী সমীর বাদ্যকর সহ তিন জনকে গ্রেফতার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজত ও বাকি তিন জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: ভাড়াবাড়ির ওই ঘরে কী ঘটেছে? দরজা ভেঙে হাড়হিম দৃশ্য দেখল পুলিশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল