অপরদিকে, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ দায়ের পরিবারের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে , বছর দুয়েক আগে কেন্দ্রা এলাকার বাসিন্দা রেনুকা বাদ্যকরের বিয়ে হয় পার্শ্ববর্তী রামনগরের ধাওড়া এলাকায় সমীর বাদ্যকর (ছোটকা )-এর সঙ্গে। দম্পতির ছ'মাসের একটি সন্তান রয়েছে। মঙ্গলবার গভীর রাতে শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে ঝোলো অবস্থায় রেনুকা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন । সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
রেনুকাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন মৃতের দাদা বিশু বাদ্যকর। তাঁর অভিযোগ, ''অন্য মেয়ের সঙ্গে জামাই সমীরের অবৈধ সম্পর্ক রয়েছে। সম্পর্কের কথা জানার পর আমার বোন প্রতিবাদে সরব হয়েছিল। এর জন্য আমার বোনকে প্রায় মারধোর করা হত। পথের কাঁটা সরাতেই বোনকে হত্যা করা হয়েছে।'' বুধবার রাতে বাপের বাড়ির পক্ষ থেকে পাণ্ডবেশ্বর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় ।
আরও পড়ুন: এত বড় নেতা কারা দেখি? হাওড়ায় রুদ্রমূর্তি মমতা! যে প্রসঙ্গে এত রুষ্ট মুখ্যমন্ত্রী...
আরও পড়ুন: 'দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী...', আরও বড় 'বিস্ফোরণের' ইঙ্গিত দিলেন তথাগত রায়!
লিখিত অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ রেনুকার শ্বশুরবাড়ি থেকে রেনুকার স্বামী সমীর বাদ্যকর সহ তিন জনকে গ্রেফতার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজত ও বাকি তিন জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।