প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের অনুমান সেতু তৈরিতে পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে৷ রবিবার সন্ধে সাড়ে ৭টায় যখন দুর্ঘটনাটি ঘটে, তখন কাজ করছিলেন ৫০ জন শ্রমিক৷ পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে৷
২০১৯ সালের পয়লা জানুয়ারি সেতুটি তৈরির কাজ শুরু হয়৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ শুরু হয়৷ দক্ষিণ ভারত ও চিনের দুটি সংস্থা ব্রিজটি নির্মাণ করছে৷ এই দুটি সংস্থা আবার কেন্দ্রের ‘নমামি গঙ্গে’ মিশনের সঙ্গেও যুক্ত৷
advertisement
ব্রিজ ভেঙে পড়ায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বক্তব্য, 'গাফিলতি রয়েছে কি না দেখতে হবে তদন্ত করে৷ ব্রিজ ভেঙে পড়ার মতো দুর্ঘটনায় রাজনীতি ঠিক নয়৷' অন্যদিকে কেন্দ্রকে তুলোধনা করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'ব্রিজ বিপর্যয়ের দায় কেন্দ্রের৷ কেন্দ্রের উদাসীনতাতেই এই ঘটনা৷ এটা অপরাধ৷ তদন্ত হোক৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2020 8:32 AM IST