ধৃতকে মালদহ আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নকল জর্দা তৈরি করে নামীদামি কোম্পানির লেভেল দেওয়া কৌটোজাত করা হত। কতদিন ধরে এই কারখানা চলছিল, নকল জর্দা কোথা থেকে বাজারে চালান করা হত, এসব নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কারা যুক্ত আছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে নকল কারখানার হদিশ মেলার খবরে চাঞ্চল্য ছড়ায় কালিয়াচকে, সেখানকার স্থানীয় বাজারেও নকল জরদা বিক্রি হত কি না, তা নিয়ে খোঁজখবর শুরু করেছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারনা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং মুর্শিদাবাদে এই নকল জর্দা বিক্রির জন্য যেত। ঘটনার সঙ্গে আরও একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।
advertisement
SEBAK DEB SARMA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2020 9:23 PM IST