TRENDING:

৩ লক্ষ ৯০ হাজার টাকার জালনোট উদ্ধার মালদহে, ধৃত ২

Last Updated:

ফের মালদহে জালনোট উদ্ধার ৷ সোমবার NIA-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ লক্ষ ৯০ হাজার টাকার জালনোট উদ্ধার করেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: ফের মালদহে  জালনোট উদ্ধার ৷ সোমবার NIA-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩ লক্ষ ৯০ হাজার টাকার জালনোট উদ্ধার করেছে ৷ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা কালিয়াচকের সুখনগরের বাসিন্দা ৷ সীমান্তের ওপার থেকে জালনোট ছোড়া হয় বলে জেরায় জানিয়েছে ধৃতরা ৷
advertisement

রবিবার মালদহ রেল স্টেশনের সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় NIA-পুলিশ ৷ উদ্ধার করে প্রায় চার লক্ষ টাকার জাল নোট ৷ ধৃতদের নাম মেহমুদ, গোলামা মুরতুজা।

এর আগে রবিবার সকাল নাগাদ মালদহ থেকে উদ্ধার হল ২ হাজার টাকার জাল নোট ৷ উদ্ধার হল জাল নোটে প্রায় ৯২ হাজার টাকার জাল নোট ৷ রবিবার মালদহের ইংলিশ বাজার থানার পুলিশ হঠাৎই হানা দেয় মালদহের গোলাপগঞ্জে এক বাড়িতে ৷ সেখানেই ২ হাজার টাকার জাল নোট সহ পুলিশের হাতে ধরা পড়ে মুকুলেশ মিঞা ওরফে ভুট্টু নামে এক ব্যক্তি ৷ পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি পুরনো জাল নোটের মামলাতেও অভিযুক্ত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রধানমন্ত্রী বলছিলেন, কালো টাকার পাশাপাশি জাল টাকার মোকাবিলা করতেই নোট-বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ছাপার দেড় মাসের মধ্যেই বাজারে পাওয়া গিয়েছে নয়া দু'হাজার টাকার জালনোট। তাও আবার এরাজ্যেই। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে মালদহ, রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে জাল দু'হাজারের নোট ও নোট ছাপার মেশিন উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয় জাল নোটের কারবারিকেও। স্বাভাবিক ভাবে প্রতিদিন এত জাল নোট উদ্ধারের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
৩ লক্ষ ৯০ হাজার টাকার জালনোট উদ্ধার মালদহে, ধৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল