দিন তিনেক আগে ইংরেজবাজারের হঠাৎ কলোনীর এলাকার বাসিন্দা তোতন কর্মকার নামে ওই যুবক অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়। পরিবারে স্ত্রী ছাড়াও সন্তান রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে ওই যুবক এবং অভিযুক্ত কাকিমার বিবাহ বর্হিবূত সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এমন কি পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে এ নিয়ে সালিশী বিচারও হয়। সেখানে বিবাহ বর্হিভূত সম্পর্ক না রাখার জন্য সতর্ক করা হয় ওই মহিলাকে। কিন্তু এর পরেও ওই যুবককে সংসার ছাড়ার জন্য অভিযুক্ত মহিলা চাপ দিতেন বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন : 'সিআইডি এখন টাকা তোলার জায়গা...', সেই টাকার গন্তব্য প্রসঙ্গে 'বিস্ফোরক' শুভেন্দু অধিকারী
আরও পড়ুন : ভাঙড় নিয়ে বিস্ফোরক নওসাদ সিদ্দিকী! শাসকদলের বিরুদ্ধে তুমুল তোপ! 'সতর্ক' করলেন সেলিমকে!
মৃত যুবকের স্ত্রীর দাবি বাড়িতে আসা যাওয়ার সুযোগে স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান কাকিমা। এই নিয়ে আপত্তি করেও কাজের কাজ হয়নি । বিবাহিত জেনেও ভাসুরের ছেলেকে সম্পর্ক জড়ানোর জন্য নানাভাবে চাপ দিতেন ওই মহিলা এমনটাই অভিযোগ। স্ত্রী ও সংসার না ছাড়ায় সম্প্রতি তাঁর ওপর চাপ বাড়ায় কাকিমা।
শেষ পর্যন্ত মানসিক চাপেই ওই যুবক আত্মঘাতী হয়েছে বলেও দাবি মৃতের স্ত্রীর। পুলিশ জানিয়েছে , ওই মহিলার চুল কেটে নেওয়া হয়েছে । উত্তেজনা থাকায় ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আত্মহত্যায় প্ররোচনা অথবা মারধর চুল কেঁটে নেওয়া নিয়ে দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।