সেইসঙ্গে শিলিগুড়িতে মাছের পাইকারী ব্যবসায়ীরাও কম মাছ নিচ্ছে। শহরের বিভিন্ন বাজারেও মাছ বিক্রির হাল খারাপ। এর ফলে চিন্তায় মাছের আড়তদাররা। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট মাছ মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অরুন ছেত্রী জানান, প্রভাব তো পড়েছেই। কেননা বাইরে মাছ যাচ্ছে না। তবে শিলিগুড়ির বাজারে মাছ বিক্রি হচ্ছে। কিন্তু শহরের বাইরে মাছ রপ্তানী বন্ধ হয়ে যাওয়াতেই সমস্যা বেড়েছে। তবে আমদানী এখোনও পর্যন্ত ঠিক আছে।
advertisement
এক আড়তদার পার্থ বন্দোপাধ্যায় জানান, রপ্তানী অনেকাংশেই কমেছে। একটা আতঙ্ক কাজ করছে। আমদানীও কিছুটা কমেছে। অন্ধ্রপ্রদেশ ছাড়া অন্য জায়গা থেকেও মাছ আমদানি হচ্ছে না। বিভিন্ন আন্তঃরাজ্য চেক পোস্টে আটকে দেওয়া হচ্ছে মাছ বোঝাই লরি। ১ মার্চ পর্যন্ত সরকার রাজ্যে সতর্কতা জারি করেছে। বাইরে রপ্তানী বন্ধ হওয়ায় মাছের দামও কিছুটা কমেছে বলে আড়তদারদের দাবী। আর এমনটা চলতে থাকলে আর্থিক সংকট তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা ক্রমেই করোনা ছড়াচ্ছে দেশজুড়ে। রাজ্যেও এক জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ মেলায় আতঙ্ক বাড়ছে। তবু অযথা আতঙ্কিত না হওয়ারই পরামর্শ আড়তদারদের। সাধারন ব্যবসায়ীদের মধ্যেও সচেতনতা বাড়ানোই লক্ষ্য।
