পুলিশ জানিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল বিস্ফোরকের বিষয় ৷ সেই মত এদিন তারা হানা দিতেই হাতে নাতে ধরে ফেলে তিনজনকে ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ৬০৯ জিলেটিন স্টিক, ২০০ ডিটোনেটর ও বিস্ফোরকে ব্যবহৃত ৬০ মিটার ওয়্যার ৷ বিস্ফোরকগুলি নেপালে ধৃতরা ব্যবহার করত ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড ৷
advertisement
জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরে নেপাল থেকে এসে ওই বাড়িটিতে আশ্রয় নিয়েছিল ধৃতরা ৷ এরপর এখান থেকেই বিস্ফোরক কেনাবেচার কাজ চলত ৷ এদিন ক্রতা সেজে বিস্ফোরক কিনতে যায় পুলিশের একদল ৷ তখনই তাদের গ্রেফতার করা হয় ৷ তবে ধৃতদের কাদের কাছে বিস্ফোর বেচতো বা কোথা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এসেছে তা এখনও জানা যায়নি ৷ ধৃতদের সঙ্গে জঙ্গি বা মাওবাদীদের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2016 3:09 PM IST