TRENDING:

বিস্ফোরক পাচারের ট্রানজিট করিডর শিলিগুড়ি

Last Updated:

শিলিগুড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শিলং থেকে বিস্ফোরক এনে নেপালের বিড়তামোড়ে পাচার করত নেপালি দম্পতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: শিলিগুড়িতে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শিলং থেকে বিস্ফোরক এনে নেপালের বিড়তামোড়ে পাচার করত নেপালি দম্পতি। ট্রানজিট করিডর হিসেবে ব্যবহার করা হত শিলিগুড়িকে। পাচারে সাহায্য করত আরেক অভিযুক্ত কৃষ্ণপ্রসাদ অধিকারি। পুলিশ ও সিআইডির জেরায় বেশ কয়েকজন মোর্চা নেতা-কর্মীর নামও উঠে এসেছে। বিস্ফোরক পাচারে তাদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
advertisement

ভৌগোলিক দিক থেকে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শিলিগুড়ি। অদূরেই নেপাল, ভুটান এবং বাংলাদেশ সীমান্ত। তাই স্পর্শকাতর এই এলাকায় প্রচুর বিস্ফোরক উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। শনিবার রাতে শিলিগুড়ির প্রধাননগরের দার্জিলিংমোড়ে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় দম্পতি সহ তিনজনকে। প্রত্যেকেই নেপালের বাসিন্দা।

সোমবার ধৃতদের দফায় দফায় জেরা করেন এডিজি উত্তরবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি এস লেপচা। ছিলেন সিআইডির বম্ব স্কোয়াডের সদস্যরাও। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

advertisement

- শিলং থেকে বিস্ফোরক আনত দালা সিরিং ভোটে ও পূজা লিম্বু

- তা পাচার করা হত নেপালের বিড়তামোড়ে

- ট্রানজিট করিডর হিসেবে ব্যবহার করা হত শিলিগুড়িকে

- নেপালে বিস্ফোরক পাচারে সাহায্য করত কৃষ্ণপ্রসাদ অধিকারি

- পুজোর সময় এই পথেই বিস্ফোরক পাচার করে অভিযুক্তরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরায় বেশ কয়েকজন মোর্চা নেতা-কর্মীর নামও উঠে এসেছে। বিস্ফোরক পাচারে তাদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রয়োজনে মোর্চার নেতা-কর্মীদেরও জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিস্ফোরক পাচারের ট্রানজিট করিডর শিলিগুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল