TRENDING:

শীতের আমেজ শুরু হতেই বাড়ছে আতঙ্ক! দলে দলে হানা দিচ্ছে 'ওরা'! বিশেষ নম্বর চালু করল দফতর

Last Updated:

শীতের এমন আমেজ শুরু হতেই রীতিমতো আতঙ্ক বাড়ছে এলাকায় এলাকায়, কেননা দলে দলে হানা দিতে শুরু করেছে 'ওরা'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি, দার্জিলিং: বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে রাজ্যের বেশ কিছু জেলায় হালকা শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা শীতের আমেজ শুরু হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি এখন জাঁকিয়ে শীতের অপেক্ষায়। তবে শীতের এমন আমেজ শুরু হতেই রীতিমতো আতঙ্ক বাড়ছে এলাকায় এলাকায়, কেননা দলে দলে হানা দিতে শুরু করেছে ‘ওরা’।
হাতির হানা
হাতির হানা
advertisement

হাতির হানা

‘ওরা’ বলতে যাদের কথা বলা হচ্ছে তারা হল হাতি। শীতের আমেজের মধ্যেই তারা বাসিন্দাদের আতঙ্ক ধরাতে শুরু করেছে। কেননা এখন থেকেই তারা লোকালয়ে ঢুকে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বাড়াতে শুরু করেছে। হাতির হানার এমন ঘটনা ফের একবার দেখা গেল নকশালবাড়ির টুকরিয়াঝাড় সংলগ্ন বেঙ্গাইজোত এলাকায়। বুধবার রাতের অন্ধকারে সেখানে একটি হাতির দল হানা দেয়। টুকরিয়াঝাড় জঙ্গল থেকে বেরিয়ে সোজা লোকালয়ে প্রবেশ করে হাতির দলটি। আর তার পরই শুরু হয় দাপাদাপি।

advertisement

আরও পড়ুন: আগামী ৬ দিন সতর্কতা নেই দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরবঙ্গ! এসে গেল আবহাওয়ার লেটেস্ট আপডেট

রাতের অন্ধকারে গ্রামে হাতি দেখতেই আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। মূলত ধানের জমি থেকে রসদ সংগ্রহ করতেই তারা হানা দিয়েছিল লোকালয়ে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় ছুটে আসেন বন দফতরের কর্মীরা এবং প্রায় আট ঘন্টার প্রচেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন।

advertisement

আরও পড়ুন: বলরামপুরের ‘জাগ্রত’ বামাকালী! পুজোয় রয়েছে বিশেষ প্রথা, দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে হুবহু...! মেদিনীপুরের নতুন আকর্ষণ 'এই' ব্রিজ, দেখেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা
আরও দেখুন

শীতের মরশুম বাড়তেই হাতির হানা বৃদ্ধি পাচ্ছে আর তাদের হানার এমন আশঙ্কার কথা মাথায় রেখে নজরদারি বৃদ্ধি করেছে বন দফতর। এরই সঙ্গে সঙ্গে চালু করা হয়েছে বিশেষ হেল্প লাইন নম্বর। যে হেল্পলাইন নম্বরে ফোন করে হাতির হানার খবর দিতে পারবেন স্থানীয়রা আর সেই মতো বন দফতরের কর্মীরা এসে তাদের অভিযান চালাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শীতের আমেজ শুরু হতেই বাড়ছে আতঙ্ক! দলে দলে হানা দিচ্ছে 'ওরা'! বিশেষ নম্বর চালু করল দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল