দাঁতালের রোষে চলন্ত টোটো। এক ধাক্কায় টোটোটিকে উলটে ফেলে দেয় হাতি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হাতির তাণ্ডবের ছবি।
আলিপুরদুয়ারের ফালাকাটার মাদারি রোডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার সকালে যাত্রী নিয়ে যাচ্ছিল টোটোটি । আচমকাই রাস্তায় হাজির হাতি। সমস্ত রোষ গিয়ে পড়ে টোটোর উপর। তারপরই টোটোর দিকে আক্রমণ। বেসামাল হয়ে টোটো থেকে ছিটকে পড়েন চালক-সহ দু’জন।
advertisement
হাতির রোষের শুরু অবশ্য এই ঘটনার খানিক আগে। তার হামলায় মৃত্যু হয় এক মহিলার। মাদারিহাটের বাসিন্দা রাধিকা ওঁরাও সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের দাবি, আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে দাঁতাল শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান রাধিকা। মাদারিহাট ফলাকাটা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে। ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে দেহ।