তেমনই গতকাল রাতেও সেই মিড ডে মিল ঘরে হামলা চালিয়ে মিড ডে মিলের চাল খেয়ে ফেলে হাতি, ভেঙে দেয় দেওয়াল। খাবারের খোঁজে এসে প্রাথমিক বিদ্যালয়ের ওপর ক্ষোভ উগরে দিল রাতে।
আরও পড়ুন: সামনেই শ্রাবণী মেলা…! জল্পেশ মন্দিরে যাওয়ার প্ল্যান, দেখে নিন প্রস্তুতি, নিয়মকানুন
বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার মোড়াঘাট বনাঞ্চলে অবস্থিত খুট্টিমারি এফবি প্রাথমিক বিদ্যালয়ে হানা দেয় জংলি হাতি, স্কুলের প্রধান শিক্ষকের কথা অনুসারে মিড ডে মিলের খাদ্য সামগ্রীর লোভেই এই হানা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলটিতে পড়ুয়া রয়েছে ৪৩ জন। মূলত খুট্টিমারি এবং মেল বন বস্তির শিশুরাই এই প্রাথমিক বিদ্যালয়ের ওপর নির্ভর। ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জনা রাভা বলেন, “মূলত খাবারের খোঁজেই গতকাল রাত সাড়ে ১০টার দিকে হাতি এসেছিল, স্কুল ঘরের দেওয়াল ভেঙে দিয়েছে। পুরো বিষয়টি বন দফতর এবং স্কুল দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অফিস ঘরটিকে ক্লাস রুম বানিয়ে আপাতত শিশুদের পঠন পাঠন চালু রাখার ব্যবস্থা করেছি।”
সুরজিৎ দে