জানা যাচ্ছে, একদিকে পশ্চিম খয়েরবাড়ি গ্রামের মাস্টার পাড়ার বাসিন্দা সুশীল রায়ের বাড়িতে একটি হাতি হামলা চালায়। অন্যদিকে ছেঁকামারী গ্রামের বিষ্ণু ওঁরাওয়ের বাড়িতে হামলা চালায় অন্য একটি হাতি। এদিন ভোরে মাদারিহাট বীরপাড়া ব্লকের দুই গ্রামে পৃথক ঘটনা দু’টি ঘটে।
আরও পড়ুনঃ ডাক পরিষেবা নিয়ে কোনও অভিযোগ, সব মেটাতে বসছে ডাক আদালত ২০২৫! কীভাবে নিজের অভিযোগ জানাবেন জানুন
advertisement
জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে এদিন লোকালয়ে হামলা চালায় দু’টি হাতি। গজরাজের তাণ্ডবে মাদারিহাটের দুই গ্রামে ভাঙে বাড়ি, ঘর, গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। তাঁরা এসে হাতিগুলিকে ফের বনাঞ্চলে ঢুকিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে হাতির হামলার ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই বনাঞ্চল থেকে বেরিয়ে লোকালয়ে তাণ্ডব চালায় গজরাজের দল। সাম্প্রতিক অতীতেও এমন একাধিক ঘটনা সামনে এসেছে। এবার যেমন আলিপুরদুয়ারের মাদারিহাটের দু’টি পৃথক গ্রামে হামলা চালাল দু’টি হাতি। তার জেরে ভাঙল বাড়ি, ঘর, গাছ। ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা এসে জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতি দু’টিকে ফের বনাঞ্চলে ঢুকিয়ে দেয়।
