জানা যায়, রবিবার রাত প্রায় ২টো নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বড় দাঁতাল হাতি মূর্তি নদী পেরিয়ে উত্তর ধুপঝোরার মূর্তি ফরেস্ট বস্তি এলাকায় চলে আসে। হাতিটি ওই এলাকায় ভাগমানিয়া ওরাওঁয়ের বাড়িতে তাণ্ডব চালায়। ভোর রাত নাগাদ স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ওই এলাকা থেকে জঙ্গলে চলে যায়।
আরও পড়ুনঃ গরুমারায় হাতির মলে মিলল মারাত্মক জিনিস! আতঙ্কিত পরিবেশপ্রেমী থেকে স্থানীয় মানুষজন সবাই
advertisement
রাতের অন্ধকারে এভাবে হাতির হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বন দফতর।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে মাঝেমধ্যেই হাতির হামলার ঘটনা ঘটে। অনেক সময় খাবারের সন্ধানে লোকালয়েও ঢুকে পড়ে গজরাজ। গতকাল রাতে মূর্তি ফরেস্ট বস্তি এলাকাতেও এমনই ঘটনা ঘটে। স্থানীয় ভাগমানিয়া ওরাওঁয়ের বাড়িতে তাণ্ডব চালায় ওই দলছুট দাঁতাল হাতি। ভোর নাগাদ স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি জঙ্গলে ফিরলেও এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
