TRENDING:

নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, গন্তব্যে পৌঁছতে সময়ও লাগবে কম

Last Updated:

নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। শুক্রবার এনজেপি থেকে শিয়ালদহ দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। শুক্রবার এনজেপি থেকে শিয়ালদহ দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে। ধাপে ধাপে সব ট্রেনেই জুড়বে ইলেকট্রিক ইঞ্জিন। এতে দূষণ যেমন কমবে, সাশ্রয় হবে জ্বালানিরও। গন্তব্যে পৌঁছতে সময়ও লাগবে কম।
advertisement

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবী অবশেষে মিটল। শিলিগুড়ি থেকে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা। গতবছর নভেম্বরের শেষে কাটিহার থেকে এনজেপি ও গুঞ্জরিয়া থেকে এনজেপি পর্যন্ত বৈদ্যুতিক লাইনের কাজ শেষ হয়। হয়েছে ট্রায়াল রানও। রেল সেফটি কমিটির সবুজ সংকেত দেওয়ার পরই উত্তর-পূর্ব সীমান্ত রেল ইলেকট্রিক ইঞ্জিন চালানোর সিদ্ধান্ত নেয়। এই ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে মালগাড়িও ছুটেছে।

advertisement

এবার আপ ও ডাউন লাইনে শুরু হল যাত্রীবাহী ট্রেন চলাচল। শুক্রবার রাতে এনজেপি-শিয়ালদা দার্জিলিং মেল ছুটল বৈদ্যুতিক ইঞ্জিনে।

এনজেপি থেকে শিয়ালদা দার্জিলিং মেল, এনজেপি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও এসি এক্সপ্রেস , এনজেপি থেকে মালদা প্যাসেঞ্জারে জুড়ছে বৈদ্যুতিক ইঞ্জিন ৷

বৈদ্যুতিক ইঞ্জিনে দূষণ কম। জ্বালানি সাশ্রয়। সময়ও কম লাগে। আপাতত ট্রেনের সময়সূচী অপরিবর্তিতই থাকছে। খুশি যাত্রীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রেল সূত্রে খবর, চলতি মাসেই পদাতিক এক্সপ্রেসও ছুটবে বৈদ্যুতিক ইঞ্জিনে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নিউ জলপাইগুড়িতে চালু হল বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, গন্তব্যে পৌঁছতে সময়ও লাগবে কম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল