ইভিএম ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ৷ ঘটনাটি ঘটেছে বারোশোলমারিতে ৷ ইভিএম ভাঙচুর করার অভিযোগও উঠেছে ৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন ৷
অন্যদিকে, নিজের খাসতালুকেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দিনহাটার গড়কুড়ায় বুথে ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা ৷ মাথাভাঙায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে ৷
advertisement
কোচবিহারের নাটাবাড়ির মাড়ুগঞ্জে ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ কোচবিহারের সুনীতি অ্যাকাডেমি, মাড়ুগঞ্জ ও দিনহাটার কয়েকটি বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটপ্রক্রিয়া। প্রিসাইডিং অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান ভোটাররা ৷
রাজ্যে প্রথম দফার ভোটে দিনভরই চলতে থাকে অভিযোগ পাল্টা অভিযোগের পালা ৷ দিনহাটার নাজিরগঞ্জে বিজেপি যুবমোর্চার গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷
অন্যদিকে, আলিপুরদুয়ারে ভোট মিটেছে শান্তিতেই ৷ তাল কাটল শুধু বিকল ইভিএম, ভিভিপ্যাটে ৷ কয়েক জায়গায় ভোট শুরুর সময় পিছল বেশ কিছুক্ষণ ৷ দীর্ঘ অপেক্ষার পর ফিরে গেলেন অনেক ভোটার।
উত্তরবঙ্গের দুই জেলায় বিকেল ৩টে পর্যন্ত মোট ভোটের হার ৬৯.৯৪% ৷ আলিপুরদুয়ারে ৭১.৪৪% ভোট পড়েছে ৷ অন্যদিকে, কোচবিহারে ভোট পড়েছে ৬৮.৪৪% ৷