TRENDING:

Ek Dake Abhishek: ৪৫ দিন অন্ধকারে, ‘এক ডাকে অভিষেক’-এ একটা ফোনেই আলো ফিরল ফালাকাটায়!

Last Updated:

Ek Dake Abhishek: ফালাকাটা বিধানসভার ছোট শালকুমার ছয়মেলের বাসিন্দারা ৪৫ দিন ধরে বিদ্যুতহীন ছিলেন। অনেক অভিযোগ জানিয়েও কোনও সুফল পায়নি ফালাকাটার এই গ্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডায়মন্ড হারবার: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে এই কর্মসূচির সূচনা করেন তিনি। আর সেই কর্মসূচির সুফল এবার পেতে শুরু করেছেন আমজনতা। সেই তালিকায় এবার নাম লেখালেন ফালাকাটার শালকুমার ছয়মেলের বাসিন্দারা। টানা ৪৫ দিন ধরে বিদ্যুৎহীন ছিল গ্রাম। অনেক অনুরোধ, আর্জিতেও কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ‘এক ডাকে অভিষেক’-এ অভিযোগ জানাতেই মিলল সুফল।
এক ডাকে অভিষেক-এ সাফল্য
এক ডাকে অভিষেক-এ সাফল্য
advertisement

ফালাকাটা বিধানসভার ছোট শালকুমার ছয়মেলের বাসিন্দারা ৪৫ দিন ধরে বিদ্যুতহীন ছিলেন। অনেক অভিযোগ জানিয়েও কোনও সুফল পায়নি ফালাকাটার এই গ্রাম। কিন্তু 'এক ডাকে অভিষেক'-এ ফোন করতেই একদিনে কাজ হাসিল হয়ে গেল। ফালাকাটা বিদ্যুৎ দফতরের বারবার লিখিত জানিয়েও যেখানে কাজ হচ্ছিল না, সেখানে 'এক ডাকে অভিষেক'-এ ফোন করতেই লোক পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ট্রান্সমিটার বসল ওই গ্রামে।

advertisement

আরও পড়ুন: মারকাটারি ব্যাপার! ভুবন বাদ্যকর খেলবেন 'চু কিত কিত', সঙ্গে আলুপোস্ত গার্ল রিম্পি!

প্রসঙ্গত, অভিষেক জানিয়েছিলেন, “7887778877 নম্বর চালু করা হল। আমার প্রতি এলাকার মানুষ ভরসা রেখেছে। আমার জন্ম কলকাতায় হলেও, আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারে হয়।” শুধু তাই নয়, পরের বার আরও বড় আকারে নিঃশব্দ বিপ্লব করা হবে বলেও জানিয়েছিলেন তৃণমূলের এই সাংসদ।

advertisement

আরও পড়ুন: নেপাল থেকে পালিয়ে ৫ কিশোর এল হাওড়ায়, উদ্দেশ্য শুনলে চমকে উঠবেন! বলে কী ওরা!

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

'দিদিকে বলো' কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একুশের নির্বাচনের আগে এই একটা কর্মসূচিই বদলে দিয়েছিল রাজনীতির গতিপথ। বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়েছিল তৃণমূল। তারপর একুশের নির্বাচনে তৃণমূল বিপুল আসনে জিতে ক্ষমতায় আসে। এবার পঞ্চায়েত নির্বাচনের আগেও ব্যাপক সাড়া পেল 'এক ডাকে অভিষেক'। এক মাসেই মিলল দেড় লক্ষাধিক ফোন। মাত্র এক মাস আগে শুরু হয়েছিল 'এক ডাকে অভিষেক' অভিযান। সেই অভিযানে ব্যাপক সাড়া মিলেছে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা নির্বাচন ২০২৪ সালে। তার আগে এই 'এক ডাকে অভিষেক'-এ সাড়া পড়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করছেন। নানা বিষয়ে অভিযোগ ছাড়া নানা পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ek Dake Abhishek: ৪৫ দিন অন্ধকারে, ‘এক ডাকে অভিষেক’-এ একটা ফোনেই আলো ফিরল ফালাকাটায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল