আরও পড়ুন: আজ মহাপঞ্চমী, উৎসবে মাতোয়ারা রাজ্য
ভারতের সুইৎজারল্যান্ড। সারা বছরই পর্যটকে ভরা থাকে পাহাড়। তাঁদের জন্য এবার আরও খুশির খবর হতে পারে জামুনি। ইতিমধ্যেই পঞ্চাশ কোটি টাকার লগ্নি হয়েছে পর্যটনের উন্নয়নে। সরকারের পাশাপাশি এখানে কাজ করবে বেসরকারি সংস্থা। তৈরি হবে অত্যাধুনিক নিক্কোপার্ক।
আরও পড়ুন: পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন...
advertisement
সাদা-কালো জমানা থেকে রঙিন বসন্ত। রূপ আরও ফুটে উঠেছে দার্জিলিঙের। রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চন। দার্জিলিঙের মুগ্ধতায় ভেসে গিয়েছেন। পটপরিবর্তন উনিশশো চুরাশি সালে। পাহাড় ফুঁড়ে বেরিয়ে এল পৃথক রাজ্যের বেয়ারা দাবি। গুরুংদের দাদাগিরিতে মাথানীচু নয়, বরং পাহাড়ের মানুষের স্বার্থ কায়েম রেখেই তাঁদের মুখে হাসি ফুটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আবার হাসছে পাহাড়। টলিউড তো ছিল, মমতার হাতেই ফের পাহাড়ে ফিরেছে বলিউড। রাজ্যের পরিবহণ দফতর এবং জিটিএ-র যৌথ উদ্যোগে ভবিষ্যতে আরও চওড়া হচ্ছে পাহাড়ের হাসি।
আরও পড়ুন: চতুর্থীর গভীর রাতে পার্ক স্ট্রিটের বহুতলে ভয়াবহ আগুন
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেই পাহাড়কে ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্বপ্ন সফল। জঙ্গলমহলের সঙ্গে আজ হাসছে পাহাড়। আগামী দিনে জামুনি-সহ নতুন পর্যটন কেন্দ্রের মাধ্যমে আরও চওড়া হতে চলেছে পাহাড়ের হাসি।