আজ মহাপঞ্চমী, উৎসবে মাতোয়ারা রাজ্য

Last Updated:
#কলকাতা: আজ মহাপঞ্চমী ৷ দেবীর বোধন হতে বাকি আরও একদিন ৷ কিন্তু উৎসব মুখর মহানগরীর কি আর তর সয়! বাঙালির দুর্গাপুজো এখন দ্বিতীয়া থেকেই শুরু হয়ে যায় ৷ তার উপর বর্ষাসুরের রক্তচক্ষুর আশঙ্কায় আগেভাগেই প্যান্ডেলে হপিংয়ে বেরিয়ে পড়েছে ১৫ থেকে ৫০ ৷
শহর থেকে জেলা, উৎসবের মুডে বাঙালি ৷ থিম ও সাবেকিয়ানার লড়াই জমজমাট ৷ উত্তর থেকে দক্ষিণ শারদ সাজে মহানগরী ৷ মণ্ডপে-মণ্ডপে ঠাকুর দেখার ভিড় ৷
advertisement
বোধন হয়নি তো কি! মহালয়া মানেই তো দেবীর মর্ত্যে আগমন ৷ তাই মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে মেগা পুজোর উদ্বোধন ৷ মহানগরীর প্রতি মেন রোড থেকে অলিগলি, আলোকসজ্জায় সবই এখন পার্কস্ট্রিট ৷ কোথাও বিশাল আলোর গেটে গল্পের ঝুলি খুলে বসেছে ঠাকুমা, কোথাও আবার ছোটা ভীমের কসরত ৷ প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের টাচআপ ৷
advertisement
বাঙালির সেরা উৎসবের জন্য এত অপেক্ষা কি সাজে? তাই আনন্দটা আরও একটু দীর্ঘস্থায়ী করতে হোক না আগেভাগেই উৎসবের শুরু ৷ আমজনতার পুজো শুরুর কাউন্টডাউন তাই পঞ্চমীর আগেই ফুরিয়ে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ মহাপঞ্চমী, উৎসবে মাতোয়ারা রাজ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement