অন্যান্য বছর যেখানে এই মরশুমে প্রতিদিন গড়ে প্রায় সব লজেই পর্যটকদের ভিড় উপচে পড়ে, সেখানে এ বছর নোট বিভ্রান্তির জেরে গড়ের মাঠ জয়ন্তি যাও হাতে গোনা দু-এক জন পর্যটক আসছেন তারাও ভ্রমন তালিকা কাটছাট করে এক দিনের বেশি থাকতে নারাজ।
জয়ন্তির বেশিরভাগ লজ মালিকরাই সরকারি বেসকারি ঋণ নিয়ে এখন বিপাকে। পাশাপাশি স্থানীয় গাইড, ছোট হোটেল ব্যবসায়ীরাও মাছি মারছেন।
advertisement
একই চিত্র আলিপুরদুয়ার শহরের প্রায় গোটা তিরিশ হোটেল থেকে শুরু করে ডুয়ার্সের মাদারিহাট,চিলাপাতা,জলদাপাড়া জাতীয় উদ্দ্যান, কুঞ্জনগর পর্যটন কেন্দ্রেও। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকলের আশংকা নোট বিভ্রান্তির সমস্যা দ্রুত না মিটলে পথে বসতে হবে সমস্ত ডুয়ার্সবাসী। কারণ ডুয়ার্সের অর্থনীতির মেরুদন্ড মূলত পর্যটনশিল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2016 5:21 PM IST