TRENDING:

নোট বিভ্রান্তির জেরে লাটে উঠেছে ডুয়ার্সের পর্যটন ব্যবসা

Last Updated:

নোট বিভ্রান্তির জেরে লাটে উঠেছে জয়ন্তির পর্যটন ব্যবসা। ভরা পর্যটন মরশুমেও প্রায় প্রতিদিনই ফাকা মাঠে গোল দিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: নোট বিভ্রান্তির জেরে লাটে উঠেছে জয়ন্তির পর্যটন ব্যবসা। ভরা পর্যটন মরশুমেও প্রায় প্রতিদিনই ফাকা মাঠে গোল দিতে হচ্ছে পর্যটন ব্যাপারিদের। জয়ন্তিতে এই মুহূর্তে বেসকারি টুরিষ্ট লজ রয়েছে ৫০,সরকারি রয়েছে ৩টি।
advertisement

অন্যান্য বছর যেখানে এই মরশুমে প্রতিদিন গড়ে প্রায় সব লজেই পর্যটকদের ভিড় উপচে পড়ে, সেখানে এ বছর নোট বিভ্রান্তির জেরে গড়ের মাঠ জয়ন্তি যাও হাতে গোনা দু-এক জন পর্যটক আসছেন তারাও ভ্রমন তালিকা কাটছাট করে এক দিনের বেশি থাকতে নারাজ।

জয়ন্তির বেশিরভাগ লজ মালিকরাই সরকারি বেসকারি ঋণ নিয়ে এখন বিপাকে। পাশাপাশি স্থানীয় গাইড, ছোট হোটেল ব্যবসায়ীরাও মাছি মারছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একই চিত্র আলিপুরদুয়ার শহরের প্রায় গোটা তিরিশ হোটেল থেকে শুরু করে ডুয়ার্সের মাদারিহাট,চিলাপাতা,জলদাপাড়া জাতীয় উদ্দ্যান, কুঞ্জনগর পর্যটন কেন্দ্রেও। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকলের আশংকা নোট বিভ্রান্তির সমস্যা দ্রুত না মিটলে পথে বসতে হবে সমস্ত ডুয়ার্সবাসী। কারণ ডুয়ার্সের অর্থনীতির মেরুদন্ড মূলত পর্যটনশিল্প।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নোট বিভ্রান্তির জেরে লাটে উঠেছে ডুয়ার্সের পর্যটন ব্যবসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল