আরও পড়ুন: গোয়ায় সাফল্য এনেছেন, সংঘ থেকে উঠে আসা নেতাকেই বাংলায় বড় দায়িত্ব দিল বিজেপি
পোশাকি নাম ইউনিক ফাউণ্ডেশন। যেমন নাম, তেমনই "ইউনিক" ভাবনা সংস্থার সদস্যাদের। প্লাস্টিক বা অন্য কোনও উপকরণ দিয়ে নয়। এবারে তারা তৈরি করছে পরিবেশবান্ধব রাখি। কী কী উপকরণ থাকছে? মূলত দানা জাতীয় শস্য দিয়ে তৈরি হচ্ছে এই রাখি। গাছের পাতা গোল করে কেটে তার উপর বসানো হচ্ছে দানাজাতীয় শস্য। ছোলা, মেথি, সর্ষে, রাজমা, ধান, কাবুলিচানা-সহ আরও কিছু শস্য রয়েছে৷ ফিতে হচ্ছে পাটের রশি দিয়ে।
advertisement
আরও পড়ুন- নীতীশ কুমারকে উপমুখ্যমন্ত্রী করাতে চেয়েছিল জেডিইউ! বিস্ফোরক দাবি বিজেপির
কেন এই ভাবনা? সংগঠনের সদস্যা অর্পিতা সিংহ রায় জানান, শহরকে দূষণমুক্ত করতেই এই বিষয়ে উদ্যোগী হয়েছেন তাঁরা। শহরবাসীকে সচেতন করে তুলতেই এবারে রাখি উৎসবে নয়া থিম আনা হল। উৎসব শেষে মাটিতে মিশে গেলেও জল পেলে ফের সেই বীজ থেকে তৈরি হতে পারবে চারা গাছ। যা পরিবেশের পক্ষে এক স্বাস্থ্যকর বার্তা বয়ে আনবে। এবং এতে উৎসাহ হয়ে আগামিদিনে অন্য প্রস্তুতকারী সংস্থাও এই ধরনের রাখি তৈরি করতে উদ্যোগী হবে বলে আশা তাদের।
এবারে শিলিগুড়ির পুলিশ কমিশনার থেকে শুরু করে ট্র্যাফিকে কর্মরত পুলিশ কর্মী, দমকল কর্মী, চা বাগান এবং বনবস্তি এলাকার মানুষদের হাতে সংস্থার সদস্যারা রাখি পড়াবেন। সংস্থার আর এক সদস্যা দেবী দে জানান, পরিবেশকে বাঁচাতেই এই উদ্যোগ। তাঁদের আশা, সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন হবে শহরবাসীও। তাহলে হয়তো আগামিদিনে ভেষজ আবিরের মতোই পরিবেশবান্ধব রাখি আসবে বাজারে৷