কর্তা-সদস্য থেকে সমর্থক। এই ত্রিফলা চাপ মাথায় নিয়ে রবিবার শিলিগুড়িতে মোহনবাগানের বিরুদ্ধে মর্যাদার ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। সামনে আইজল, আর পিছনে ধাওয়া করছে মোহনবাগান। এই পরিস্থিতিতে চিরাচরিত ব্রিটিশ ফুটবলের ধাঁচ ভেঙে নতুন ফর্মেশনে ট্রেভর জেমস মর্গ্যান। হ্যাফ প্যান্ট কোচের মগজে ঘুরছে ৪-৩-১-২ ছক। সুবিধা পাচ্ছেন ওয়েডসন সুস্থ হওয়ায়। তাই রবিবার ইস্টবেঙ্গলের ছক হতে পারে এই রকম..
advertisement
ইস্টবেঙ্গলের সম্ভাব্য এগারো
----------------------
রেহনেশ, রাহুল, বুকেনিয়া, গুরবিন্দার, রবার্ট, অবিনাশ, মেহতাব, রাওলিন, ওয়েডসন, পেইন, প্লাজা
বঙ্গ সন্তান শুভাশিস নন, গোলে হয়তো কেরলের রেহনেশ। চার ব্যাক রাহুল বেকে, বুকেনিয়া, আনোয়ারের বদলে গুরবিন্দার এবং রবার্ট। মাঝমাঠে মেহতাবের দুই সঙ্গী রওলিন এবং অবিনাশ রুইদাশ। দুই স্ট্রাইকার প্লাজা এবং ক্রিস পেইনকে সার্পোট দেওয়ার জন্য ফ্রি প্লেয়ার ওয়েডসন।