TRENDING:

অসমে ভূমিকম্পের জেরে কাঁপল গোটা উত্তরবঙ্গ! আঁচ কলকাতাতেও

Last Updated:

রবিবার বিকেলে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকেল ৪টে ৪১ মিনিটে উত্তরবঙ্গের বহু এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯ মূলত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: রবিবার বিকেলে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকেল ৪টে ৪১ মিনিটে উত্তরবঙ্গের বহু এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯ মূলত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পর পর দু’বার ভূমিকম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মধ্যবর্তী এলাকা ঢেকিয়াজুলি নামে এক জায়গায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি ধরা পড়েছে। অসমের এই ভূমিকম্পের প্রভাব কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টের পাওয়া গেছে।

আরও পড়ুন: আরও একটা নিম্নচাপ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পুজোর আগে ফের টানা বৃষ্টির সম্ভাবনা,কবে থেকে শুরু

advertisement

ভূমিকম্পের জেরে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু, কম্পনের ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ভয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

প্রসঙ্গত, গত সপ্তাহেই অসমের সোনিতপুরে ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। ২ সেপ্টেম্বরের পর ফের আরও একবার রবিবার বিকেলে কেঁপে উঠল অসম-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অসমে ভূমিকম্পের জেরে কাঁপল গোটা উত্তরবঙ্গ! আঁচ কলকাতাতেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল