আরও পড়ুন: শীতে শুরু খাল কাটা, গ্রীষ্মে হাসি ফুটবে কৃষকদের মুখে
নার্সারি ব্যবসায়ী তারা প্রসাদ জানান, চন্দ্রমল্লিকার ফুল বিক্রি করে তেমন লাভ হয় না। কারণ চন্দ্রমল্লিকা ফুল বিয়ে বাড়ি হোক কিংবা পুজো কোনও কিছুতেই কাজে লাগে না। চন্দ্রমল্লিকার চারা বিক্রি করে আসল লাভ হয়। চন্দ্রমল্লিকা গাছের চারা সঠিকভাবে পরিচর্যা করলে সেই একটি গাছ থেকে কাটিং করে বহু গাছ পাওয়া যায়। একটি চন্দ্রমল্লিকার গাছ সঠিক পরিচর্যা করলে সেখান থেকে ২০০ টি এমনকি ৫০০ টি পর্যন্ত চারা পাওয়া যায়। বড়ো গাছগুলো এক একটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। ছোট চারাগুলো ৫ থেকে ৬ টাকা দামে বিক্রি হয়ে থাকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ফুল চাষি তারা প্রসাদ আরও জানান, একটি চারা এনে সেটিকে সঠিকভাবে পরিচর্যা করলে সেই চারা একটু বড় হলেই কাটিং করে তা থেকে বহু চারা পাওয়া যায়। তাই বাড়িতে ৫ থেকে ৬ টাকা খরচ করে একটি চন্দ্রমল্লিকার চারা লাগালে একটি গাছ থেকে বহু চারা গাছ পাওয়া যায়। চন্দ্রমল্লিকা বহু বর্ষজীবী। এটি কয়েক বছর বেচেঁ থাকে। তাই এই চন্দ্রমল্লিকার চারা গাছগুলো বিক্রি করলেই ভাল টাকা লাভ করা যাবে।
পিয়া গুপ্তা