পুজোর মরশুমে জেলার ঢাক শিল্পীদের ডাক আসে ভিন রাজ্য রাজস্থান, গুজরাট, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র থেকে। ভিন রাজ্যে ঢাক বাজিয়ে বেশি টাকা উপার্জন হয় ঢাক শিল্পিদের। তাই বেশি লাভের আশায় পুজোর সময় ভিন রাজ্যে পাড়ি দেন ঢাক শিল্পিরা। তাঁদের দাবি, ভিন রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহ হেনস্তার শিকার হতে হচ্ছে। তাই ইচ্ছে থাকলেও হেনস্থার শিকার হওয়ার ভয়ে ভিন রাজ্যে যেতে রাজি নন তাঁরা। এক ঢাকি সঞ্জয় রবিদাস জানান, “জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক মেলে না।
advertisement
আরও পড়ুন : উত্তরবঙ্গে আবহাওয়া বদলের বড় ইঙ্গিত! সন্ধেতেই আসল খেলা! দার্জিলিং সহ ১১ জেলা নিয়ে যা জানাল IMD
তাই তাঁরা ভিন রাজ্যে পাড়ি দেন। কিন্তু এবারে বাইরে যাওয়া হবে কিনা তা নিয়ে চিন্তিত তাঁরা। কারণ গত কয়েক মাস থেকে ভিন রাজ্যে বাঙালিদের বিভিন্ন রকম ভাবে সমস্যায় পড়তে হচ্ছে। বাংলাদেশি সন্দেহ আটক করে পুলিশি হেনস্তার শিকার হতে হচ্ছে। তাই তাঁদের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে ঢাকিদের অন্যান্য শিল্পীদের মত ভাতার ব্যবস্থা করা হোক। যাতে তাঁরা সারা বছর জেলাতেই কাজ করে রোজগার করতে পারেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারা বছর বিভিন্ন রকম কাজ করলেও বেশি আয়ের আশায় এই পুজোর মরশুমের অপেক্ষায় থাকেন ঢাক শিল্পীরা। এই সময় জেলার ঢাক শিল্পীরা ভিন রাজ্যে পাড়ি দেন ঢাক বাজানোর উদ্দেশ্যে। কারণ এই উৎসবে তাদের চাহিদা পূরণ হয় দাবি মত। তবে এবারে ভিন রাজ্য থেকে ডাক আসলেও আতঙ্কিত পরিবেশের ফলে চিন্তিত জেলার ঢাক শিল্পীরা।