দু’জনের মিলিত উদ্যোগে একেবারে বিরাট প্রতিমা তৈরি হচ্ছে এই পাড়ার প্যান্ডেলের জন্য। দুর্গাপুজোর দিন গুনছেন আপামর বাঙালি। তবে প্রতিমাশিল্পীর বাড়ির এই দৃশ্য এখন রীতিমতো আকর্ষণের কেন্দ্র। কচি শিল্পীর হাতে দেবী দুর্গা ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন। অনেকেই থমকে দাঁড়িয়ে দেখছেন, অবাক হচ্ছেন—এত অল্প বয়সে এমন নিপুণ হাত!
আরও পড়ুন : ৩৫০ বছর ধরে বেলেড়া গ্রামের ভট্টাচার্য পরিবারে বছরভর মহা সমারোহে পূজিত হন সিংহবাহিনী
advertisement
উৎসবের আনন্দের মধ্যেই এই ছবিই যেন নতুন আশার আলো দেখাচ্ছে শিল্পের উত্তরাধিকার অটুট থাকছে নতুন প্রজন্মের হাতে! এই ঠাকুর তৈরি নিয়ে নতুন প্রজন্মের মৃৎশিল্পী ধ্রুবজ্যোতি পাল জানান যে ছোটবেলা থেকে বাবার দক্ষতা তাঁদের চোখে ভেসে ওঠে। তাঁর কথায়, ‘‘ আস্তে আস্তে বাবার হাত ধরে শেখা এই মাটির কাজ পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পাই তা দিয়ে তৈরি করে ফেলি বিভিন্ন ধরনের প্রতিমা। তাতে বাবার একটু সহযোগিতা হয় এবং আমাদেরও এই শিল্পের প্রতি ভালবাসা থেকে যায়।’’