TRENDING:

Durga Puja 2024: শৈশবের স্মৃতি নিয়েই আয়োজন দুর্গাপুজোর! হয়ে গেল খুঁটিপুজো

Last Updated:

Durga Puja 2024: কোচবিহার ঐক্যবিতান ক্লাব খুঁটি পুজোর মাধ্যমে তাদের দুর্গা পুজোর শুভ সূচনা করল। চলতি বছরে এই ক্লাবের পুজো ৫১তম বছরে পদার্পণ করতে চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো। আর এক মাসের কিছু বেশি সময় বাকি দুর্গাপুজোর। ইতিমধ্যেই পুজো কমিটিগুলির প্রস্তুতি তুঙ্গে উঠেছে। পাশাপাশি আমজনতার মধ্যেও ধীরে ধীরে পুজো নিয়ে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যেই চলতি বছরের দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় প্রত্যেকটি পুজো কমিটি। এবার কোচবিহারে নজর কাড়া থিমের আকর্ষণ রয়েছে বিভিন্ন এলাকায়। শুরু হয়েছে খুঁটি পুজো।
advertisement

এদিন কোচবিহার ঐক্যবিতান ক্লাব খুঁটি পুজোর মাধ্যমে তাদের দুর্গা পুজোর শুভ সূচনা করল। চলতি বছরে এই ক্লাবের পুজো ৫১তম বছরে পদার্পণ করতে চলেছে। তাই এবার এই ক্লাবের পুজোয় থাকছে নজরকাড়া থিমের আকর্ষণ। তবে থিমের বাজেট থাকছে একেবারেই স্বল্প।

আরও পড়ুন: প্রথম কিংবা দ্বিতীয় নয়, খেলায় অংশগ্রহণ করলেই পাওয়া যাবে ফুটবল ও খেলার জার্সি!

advertisement

ঐক্যবিতান ক্লাবের কোষাধক্ষ্য মনোজ বনিক জানান, ১৮ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে তৈরি করা হবে এই গোটা থিমের কাজ। ইতিমধ্যেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবারের দুর্গা পুজোর আনুষ্ঠানিক সূচনা করে দেওয়া হল। এবারের থিমে বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। আজকালকার অল্প বয়সী ছেলেমেয়েরা যে সকল খেলনা ভুলতে বসেছে সেগুলোই এই থিমের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

advertisement

এই থিমের পুজো কোচবিহার জেলার দর্শনার্থীদের খুব পছন্দ হবে বলে আয়োজকরা মনে করছেন। চলতি বছরের কোচবিহারে দুর্গা পুজোয় নজরকাড়া থিমের আকর্ষণ দেখতে পাওয়া যাবে এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। জেলার বিভিন্ন প্রান্তের পুজো গুলিতে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব টিমের কারুকার্য নজর আকর্ষণ করবে সকলের। স্বল্প বাজেটে ঐক্যবিতান ক্লাবের এই পুজো জেলার মধ্যে ভাল সারা ফেলবে বলেই মনে করছেন অনেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2024: শৈশবের স্মৃতি নিয়েই আয়োজন দুর্গাপুজোর! হয়ে গেল খুঁটিপুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল