উত্তরবঙ্গে পাহাড়ি নদী তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। প্রবল জলস্রোতে তিস্তার ধারে থাকা রাস্তা ও ব্রিজ কার্যত জলের তলায়। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল।
আরও পড়ুন: ঝাঁপিয়ে বৃষ্টি, আকাশ হবে কালো, বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই, রইল ওয়েদার আপডেট
advertisement
বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এরমাঝেই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হল নতুন এলাকা। মূলত, তিস্তা অধ্যুষিত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হয়েছে বলে খবর। আর তার জেরে মেখলিগঞ্জের ৫৫ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। মোট সালুগোড়া তে ৮২ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ট্রেন দাঁড়াল সেতুর উপর! জীবন হাতে নিয়ে লাখ লাখ যাত্রীর প্রাণ বাঁচালেন সহকারী চালক!
গতকালই জলপাইগুড়ি টোটগাঁওতে ৪৩ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছিল।অন্যদিকে পদ্মা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ফলে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকে ৬৭ পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।