TRENDING:

ভারী বৃষ্টির জেরে তিস্তার ব্যারেজ থেকে জল ছাড়ায় নতুন করে প্লাবিত হল বহু এলাকা

Last Updated:

উত্তরবঙ্গে পাহাড়ি নদী তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। প্রবল জলস্রোতে তিস্তার ধারে থাকা রাস্তা ও ব্রিজ কার্যত জলের তলায়। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর থেকে দক্ষিণ—টানা বৃষ্টিতে জেরবার রাজ্যের একাধিক জেলা। দক্ষিণবঙ্গের বহু এলাকা জলের তলায়, অন্যদিকে উত্তরের পাহাড়ি অঞ্চলে তৈরি হয়েছে ধসের আশঙ্কা। আবহাওয়ার মারমুখী রূপে চিন্তায় প্রশাসন।
জল ছাড়ায় প্লাবিত তিস্তার নিচু অঞ্চল গুলি
জল ছাড়ায় প্লাবিত তিস্তার নিচু অঞ্চল গুলি
advertisement

উত্তরবঙ্গে পাহাড়ি নদী তিস্তা ফুলে ফেঁপে উঠেছে। প্রবল জলস্রোতে তিস্তার ধারে থাকা রাস্তা ও ব্রিজ কার্যত জলের তলায়। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল।

আরও পড়ুন: ঝাঁপিয়ে বৃষ্টি, আকাশ হবে কালো, বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই, রইল ওয়েদার আপডেট

advertisement

বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এরমাঝেই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হল নতুন এলাকা। মূলত, তিস্তা অধ্যুষিত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হয়েছে বলে খবর। আর তার জেরে মেখলিগঞ্জের ৫৫ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। মোট সালুগোড়া তে ৮২ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: ট্রেন দাঁড়াল সেতুর উপর! জীবন হাতে নিয়ে লাখ লাখ যাত্রীর প্রাণ বাঁচালেন সহকারী চালক!

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

গতকালই জলপাইগুড়ি টোটগাঁওতে ৪৩ টি পরিবারকে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছিল।অন্যদিকে পদ্মা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ফলে, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকে ৬৭ পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভারী বৃষ্টির জেরে তিস্তার ব্যারেজ থেকে জল ছাড়ায় নতুন করে প্লাবিত হল বহু এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল