জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মাদক হাতবদল করা হচ্ছিল! সেই সময় হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। চারিদিকে ঘিরে ফেলতেই পুলিশের হাতে ধরা পড়ে যান ৩ মাদক কারবারী! ধৃতদের মধ্যে ২ জন পানিট্যাঙ্কির ও অন্য আরেকজন বিহারের বাসিন্দা বলে খবর।
আরও পড়ুনঃ রাতে বাজছে ব্যাঙ্কের সাইরেন! হঠাৎ কী হল? আতঙ্ক এলাকায়, ভিতরে ঢুকতেই ফাঁস আসল কারণ
advertisement
জানা যাচ্ছে, রাতে গন্ডোগোল জোতে মাদক হাতবদল হবে খবর পেয়েছিল পুলিশ। সেই মতো খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের হাতে পাকড়াও হন ৩ জন। পরে ধৃতদের তল্লাশি চালিয়ে ২১৬ গ্রাম ব্রাউন সুগার ও ১৪টি নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয় বলে খবর।
এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সাগর মহন্ত, মহম্মদ মোহিত ও রাকেশ কুমার নামে ৩ জন ব্যক্তি। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন করবে পুলিশ। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।