জানা যাচ্ছে, এদিন সকাল থেকে ‘নির্জলা’ শিলিগুড়ির একাধিক ওয়ার্ড। পুরসভা বিকল্প ব্যবস্থা করলেও জল নিয়ে জলঘোলা শহরে। বেজায় ক্ষুব্ধ বাসিন্দারা। পানীয় জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত এই বিষয়ে বলেন, “বিকেলের মধ্যে স্বাভাবিক হবে। কাল রাতভর কাজ হয়েছে।”
advertisement
উৎসবের আবহে পুরসভার ১২ ও ২৯ নং ওয়ার্ডের একাংশ এবং ১৫ থেকে ২৪ নং ওয়ার্ডে পুরসভার পানীয় জল পরিষেবা ব্যাহত হয়েছে। পুরসভার তরফ থেকে বিকল্প ব্যবস্থা করা হলেও জল নিয়ে জলঘোলা হচ্ছে শহরে। এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ বলে খবর।
প্রসঙ্গত, রোজনামচার জীবনের প্রায় সকল কাজের জন্যই জল দরকার হয়। স্নান, খাওয়া থেকে শুরু করে ঘরোনা নানা কাজ, জল ছাড়া একপ্রকার অচল হয়ে যায় জীবন। স্বাভাবিকভাবেই পুজোর আবহে শহরের কিছু ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেওয়ায় চাপে পড়েছেন বহু মানুষ। জানা যাচ্ছে, বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।