TRENDING:

Drinking Water Problem: পুজোর আবহে 'নির্জলা' শহরের একাধিক ওয়ার্ড! পানীয় জলের সমস্যায় ক্ষুব্ধ মানুষ, কখন ঠিক হবে?

Last Updated:

Drinking Water Problem: জানা যাচ্ছে, এদিন সকাল থেকে 'নির্জলা' একাধিক ওয়ার্ড। পুরসভা বিকল্প ব্যবস্থা করলেও জল নিয়ে জলঘোলা শহরে। এই সমস্যায় বেজায় ক্ষুব্ধ শিলিগুড়ির বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, পার্থ প্রতিম সরকারঃ রাজ্যজুড়ে পুজোর আমেজ। মা দুর্গার আরাধনায় মেতে উঠেছেন সকলে। এখন থেকেই অনেকে ঠাকুরও দেখতে বেরিয়ে পড়েছেন। এই আবহে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা। পাইপ ফেটে দেখা দিয়েছে বিপত্তি। বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
পানীয় জলের সমস্যা
পানীয় জলের সমস্যা
advertisement

জানা যাচ্ছে, এদিন সকাল থেকে ‘নির্জলা’ শিলিগুড়ির একাধিক ওয়ার্ড। পুরসভা বিকল্প ব্যবস্থা করলেও জল নিয়ে জলঘোলা শহরে। বেজায় ক্ষুব্ধ বাসিন্দারা। পানীয় জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত এই বিষয়ে বলেন, “বিকেলের মধ্যে স্বাভাবিক হবে। কাল রাতভর কাজ হয়েছে।”

আরও পড়ুনঃ পুজোর মরশুমে নিরাপত্তা নিয়ে কোন আপস নয়! জলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা কোস্টগার্ডের, পর্যটকদের জন্য রইল বিশেষ বার্তা

advertisement

উৎসবের আবহে পুরসভার ১২ ও ২৯ নং ওয়ার্ডের একাংশ এবং ১৫ থেকে ২৪ নং ওয়ার্ডে পুরসভার পানীয় জল পরিষেবা ব্যাহত হয়েছে। পুরসভার তরফ থেকে বিকল্প ব্যবস্থা করা হলেও জল নিয়ে জলঘোলা হচ্ছে শহরে। এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ বলে খবর।

প্রসঙ্গত, রোজনামচার জীবনের প্রায় সকল কাজের জন্যই জল দরকার হয়। স্নান, খাওয়া থেকে শুরু করে ঘরোনা নানা কাজ, জল ছাড়া একপ্রকার অচল হয়ে যায় জীবন। স্বাভাবিকভাবেই পুজোর আবহে শহরের কিছু ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেওয়ায় চাপে পড়েছেন বহু মানুষ। জানা যাচ্ছে, বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Drinking Water Problem: পুজোর আবহে 'নির্জলা' শহরের একাধিক ওয়ার্ড! পানীয় জলের সমস্যায় ক্ষুব্ধ মানুষ, কখন ঠিক হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল