TRENDING:

Drinking Water Crisis: পুজোর সময় শহরে জল-কষ্ট! একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, কী বলছেন মেয়র?

Last Updated:

Drinking Water Crisis: একে পুজার সময়। তার উপর তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এই মূহূর্তে তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির কাছাকাছি। এই আবহে শিলিগুড়ির কোর্ট মোড়ে পাইপ ফেটে দেখা দিয়েছে বিপত্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, পার্থ প্রতিম সরকারঃ পুজোর আবহে আজও পানীয় জল নিয়ে সমস্যা। এখনও শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত। দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মেয়র।
পানীয় জলের সমস্যা
পানীয় জলের সমস্যা
advertisement

একে পুজার সময়। তার উপর তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এই মূহূর্তে তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রির কাছাকাছি। এই আবহে গতকাল থেকেই শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে পানীয় জলের কষ্ট। কোর্ট মোড়ে পাইপ ফেটে দেখা দিয়েছে বিপত্তি।

আরও পড়ুনঃ টাকার অভাবে পুজো হত না! সহায় হয়ে দাঁড়াল লক্ষ্মীর ভাণ্ডার, গৃহবধূদের সিদ্ধান্তে দশভুজা এলেন ‘এই’ গ্রামে

advertisement

জানা যাচ্ছে, জল নিয়ে ক্ষোভ বাড়ছে। দ্রুত স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। সেই সঙ্গেই বিকল্প জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে ‘নির্জলা’ শিলিগুড়ির একাধিক ওয়ার্ড। পুরসভা বিকল্প ব্যবস্থা করলেও জল নিয়ে জলঘোলা শহরে। বেজায় ক্ষুব্ধ বাসিন্দারা। উৎসবের আবহে পুরসভার ১২ ও ২৯ নং ওয়ার্ডের একাংশ এবং ১৫ থেকে ২৪ নং ওয়ার্ডে পুরসভার পানীয় জল পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছিল।

advertisement

পানীয় জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত এই বিষয়ে বলেছিলেন, “বিকেলের মধ্যে স্বাভাবিক হবে। কাল রাতভর কাজ হয়েছে।” তবে আজও একাধিক ওয়ার্ডে পানীয় জল সরবরাহ ব্যাহত। দ্রুত স্বাভাবিকের চেষ্টা, বলেন মেয়র।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Drinking Water Crisis: পুজোর সময় শহরে জল-কষ্ট! একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, কী বলছেন মেয়র?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল