নালার সামনে সারিবদ্ধ ভাবে হাঁড়ি, কলসি, গামলা নিয়ে বসে আছেন মহিলারা। সামনে গিয়ে দেখা গেল নর্দমা ভেতর দিয়ে যাওয়া পাইপ লাইন থেকে পানীয় জল সংগ্ৰহ করছেন মহিলারা।
দীর্ঘ কয়েক মাস থেকে পানীয় জলের সঙ্কট চলছে চুয়াপাড়া চা বাগানের শ্রমিক মহল্লায়। পিএইচই থেকে ঘরে ঘরে পানীয় জলের পাইপ লাইন দেওয়া হয়েছে। কিন্তু ঘরে ঘরে জল পৌঁছচ্ছে না। ঘরে ঘরে জল যে পরিমাণে পৌঁছায় তা পর্যাপ্ত নয়। বাধ্য হয়ে নর্দমার ভেতর থেকে যে পানীয় জলের পাইপ লাইন গিয়েছে সেখান থেকে পানীয় জল সংগ্ৰহ করেন বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: কলা খেতে জঙ্গল ছেড়ে কলাবাগানে হাতি! তারপর যা ঘটল…
এলাকার বাসিন্দা সানিয়া হেমরম জানান, “ঘরে পাইপ লাইন আছে, কিন্তু জল যে গতিতে পড়ে তাতে জল ভরতেই দিন চলে যাবে। এই বিষয়ে অনেকবার পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়ে কোন সুরহা হয়নি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েত প্রধান সুমন্তি চিকবড়াইক জানান, “পানীয় জলের সমস্যা আছে। এজন্য গ্ৰাম পঞ্চায়েত থেকে পানীয় জলের প্রকল্পের জন্য আ্যকশন প্ল্যান করা হয়েছে। শীঘ্র পানীয় জলের সমস্যা দূর হবে। পিএইচই থেকে আরও একটা পানীয় জলের পাম্প করা হলে সমস্যা সমাধান হয়ে যাবে।”
Annanya Dey





